Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১, ২০২৪

প্রথম দুদফায় ভোট শতাংশের তথ্যে রদবদল। উষ্মা মমতার, আরটিআই করলো তৃণমূল

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রথম দুদফায় ভোট শতাংশের তথ্যে রদবদল। উষ্মা মমতার, আরটিআই করলো তৃণমূল

নির্বাচন কমিশনের প্রকাশিত ভোট শতাংশের তথ্য নিয়ে অসন্তোষ প্রকাশ তূণমূলের । বুধবারই এ প্রসঙ্গে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের জন্য আরটিআই করেছেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ সাকেত গোখলে। বুধবার ফারাক্কায় দলীয় প্রার্থীর প্রচারে এসে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তূণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

১৯ এবং ২৬ এপ্রিল প্রথম দুই দফার ভোটের পর নির্বাচন কমিশন জানিয়েছিল দেশের ১৯১টি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৬০.৯৬ শতাংশ । পরে ৩০ এপ্রিল সরকারি ভাবে বলা হয় দুই দফায় দেশ জুড়ে ভোট পড়েছে যথাক্রমে ৬৬.১৪ শতাংশ এবং ৬৬.৭১ শতাংশ । এনিয়েই ফারাক্কার প্রচার সভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দোপাধ্যায় । তিনি অভিযোগ করে বলেন, ‘ রাত সাড়ে ৯টায় শুনলাম ৫.৭৫ শতাংশ ভোট বাড়িয়ে দিয়েছে । কমিশন নোটিস জারি করেছে । বিজেপি যেখানে ভোট কম পেয়েছে, সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে । ইভিএম কারা বানিয়েছে, সংখ্যাটা বাড়ল কী করে, কত ভোটার, কত মেশিন, জানতে চাই । কমিশনকে বলেছি, মানুষের সন্দেহ দূর করুন । নিরপেক্ষতা বজায় রেখে আসল সত্যিটা জানাতে হবে ।’

তৃণমূলের রাজ্য সভার সাংসদ এপ্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, ‘নির্বাচনের সংখ্যা নিয়ে খুবই রহস্যজনক কিছু চলছে। দ্বিতীয় দফার ভোটের প্রায় ৪ দিন পরে প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করল নির্বাচন কমিশন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!