Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • নভেম্বর ৯, ২০২৩

সম্পদ বৃদ্ধিতে সারদা যোগ । শিশির অধিকারীর বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি কুণালের । অভিযোগ নিয়ে মন্তব্যে নারাজ লোকসভার সাংসদ

আরম্ভ ওয়েব ডেস্ক
সম্পদ বৃদ্ধিতে সারদা যোগ । শিশির অধিকারীর বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি কুণালের । অভিযোগ নিয়ে মন্তব্যে নারাজ লোকসভার সাংসদ

তৃণমূলের টিকিটে ভোটে জিতে পরে বিজেপিতে যোগ দেওয়া লোকসভার সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে এবার আরও বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, যে সময় সারদা কর্তারা অধিকারী পরিবারের বিরুদ্ধে তোলাবাজি এবং প্রতারণার অভিযোগ তুলেছেন, ঠিক সেই সময়ই শিশির অধিকারীর সম্পত্তির আকাশছোঁয়া বৃদ্ধি হয়েছে। এই দুই ঘটনার যোগসূত্র আছে বলেই মনে করছেন কুণাল ঘোষ। তাই শিশিরের এই সময়ের মধ্যে সম্পত্তি বৃদ্ধির বিষয়ে তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ইডি ও সিবিআইয়ের ডিরেক্টরকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সম্প্রতি কুণাল ঘোষ গত কয়েক বছরে শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সময় কুণাল দাবি করেন, কাঁথির সাংসদের সম্পত্তি ২০০৯ সালের নির্বাচনী হলফনামায় ছিল মাত্র ১০ লক্ষ টাকা। সেখান থেকে মাত্র ৩ বছরে অর্থাৎ ২০১২ সালে শিশিরবাবুর সম্পদের পরিমাণই ১০ কোটিরও বেশি হয়েছে। কুণাল ঘোষের প্রশ্ন, “ঠিক যে সময় সারদা কর্তা সুদীপ্ত সেন অধিকারী পরিবারের সদস্যদের বিরুদ্ধে তোলাবাজি করে ব্ল্যাকমেইল করে তাঁর থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছেন, সেই সময়ই শিশির অধিকারীর সম্পত্তি এত বাড়ল কী করে?”

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের যুক্তি, সুদীপ্ত সেন আদালতে দাঁড়িয়ে অভিযোগ করেছেন ২০১১-১২ সালে অধিকারী পরিবারের সদস্যরা তোলাবাজি করে তাঁর থেকে টাকা নিয়েছেন। আবার ওই একই সময়ে শিশির অধিকারীর সম্পত্তি কয়েক কোটি টাকা বেড়েছে। যেহেতু একই সময়ে দুটি ঘটনা ঘটছে তাই অবিলম্বে সারদা কেলেঙ্কারির তদন্তের সঙ্গে এই সম্পত্তি মামলার তদন্ত করা হোক। সিবিআই-ইডি বিভিন্ন জায়গায় বেআইনি টাকা খুঁজছে, কাঁথি পুরসভার কোষাগারে এত টাকা পড়ে রয়েছে, সেটা কেন উদ্ধার হচ্ছে না, এই প্রশ্নও তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

কুণালের দাবি, সারদা মামলা এবং শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধির যোগসূত্র আছে, সেই দাবি করেই কুণাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইডি এবং সিবিআই ডিরেক্টরকে চিঠি লিখেছেন। কুণালের বক্তব্য, “শিশিরের সম্পত্তি নিয়ে অভিযোগ আনার পর বিভিন্নভাবে আমাকে আক্রমণ করা হয়েছে। কিন্তু ১০ কোটি টাকা তাঁর আছে কিনা, সেটা বলছেন না কেন? আমি নাহয় খারাপ মানুষ, কিন্তু শিশিরবাবু বলুন ১০ কোটির হিসাব ঠিক কিনা? যদি ঠিক হয়, তাহলে সারদার টাকা যে অধিকারী ভাইরা বাবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়নি, সেটা কী করে প্রমাণ করবেন? ওই টাকা সারদার তোলাবাজির টাকা নয়, সেটা কী করে নিশ্চিত হবেন?”
তবে এই প্রসঙ্গে এর আগে কুণাল ঘোষ যখন অভিযোগ করেছিলেন তার পরেই শিশির ও তাঁর পুত্র শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, কুণাল ঘোষের কথার জবাব তাঁরা দেবেন না।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!