- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৯, ২০২২
ষড়যন্ত্রের গল্প উড়িয়ে দিয়ে কুণাল আরও শাণিত, আগে কেন বলেননি পার্থদা

পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার ৷ ষড়যন্ত্রকারীদের নামও জানা যাবে বলে দাবি করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের এমন বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়িয়েছে ৷
তৃণমূল মুখপত্র কুণাল ঘোষ সব সময় প্রতিবাদী তরুণ তুর্কি।কথাবার্তায় সোজাসাপটা। পার্থবাবুর ষড়যন্ত্রের গল্প-র তীব্র প্রতিবাদ আর প্রতিক্রিয়া জানিয়ে কুণাল বললেন , ষড়যন্ত্রের অভিযোগ আগে করেন নি কেন উনি। এরকম জানা থাকলে বলা উচিত ছিল।
পার্থবাবু গ্রেফতার হবার পর আটদিন কেটে গেল।
প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ঠিকানা থেকেও কোটি কোটি টাকার সন্ধান, স্থাবর অস্থাবর সম্পত্তির হদিস পেয়ে ইডি ঝাঁপিয়ে পড়তেই ঘাবড়ে গেলেন প্রাক্তন মন্ত্রী।মুখে কলূপ । এবার অন্য রকম গল্প বলতে শুরু করলেন। সুযোগ পেলে কাহিনী আরো বাড়বে।বেআইনি সম্পত্তির তালিকাও দীর্ঘ হতে থাকবে। তখন কী বলবেন দলের ভাবমূর্তি বিনাশি ষড়যন্ত্রী মশাই।
কুণাল ঘোষ আরও বললেন, ‘সমস্ত দিক খতিয়ে দেখে দল গতকাল যা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে৷ এখন কোনও মন্তব্যের উপরে আলাদা প্রতিক্রিয়া দেওয়ার মানে নেই৷ কেউ যদি নির্দোষ হয়ে থাকেন প্রথম থেকেই তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করবেন ৷ এখন ছ’ – সাত দিন পরে বলছেন৷ আইনি লড়াই তো চলছে৷ সেখানে নিজের বক্তব্য জানানোর পূর্ণ সুযোগ রয়েছে৷ কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার উপরে আমার নতুন করে কিছু বলার নেই৷’
আর এক তৃণমূল নেতা এবং পরিষদীয় দফতরের প্রতিমন্ত্রী তাপস রায়ও অনেকটা একই সুরে প্রতিক্রিয়া দিয়েছেন৷ তাঁর মতে, ‘পার্থ চট্টোপাধ্যায়ের উচিত তদন্তে কোন ষড়যন্ত্র হয়েছে তা জানানো বা আদালতে জানানো ৷ বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং বিচারাধীন ৷ নিজেকে নির্দোষ প্রমাণিত করতে হবে ৷ ততক্ষণ আমার বা অন্য কারও এ বিষয়ে কিছু বলা উচিত নয় ৷’
এবিষয়ে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘উনি সাধারণ মানুষ নন ৷ বড় নেতা, মন্ত্রী ছিলেন ৷ একবারও বলেননি আমি নির্দোষ ৷ কে ফাঁসিয়েছে, কে চক্রান্ত করেছে সাধারণ মানুষের জানা প্রয়োজন ৷ উনি তো আর বাঁচতে পারবেন না ৷ এরকম তদন্ত চলতে থাকলে আরও অনেক রাঘব বোয়াল ধরা পড়বে ৷ যাঁদের আমরা ভদ্রলোক বলে মনে করি ৷’
❤ Support Us