- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২, ২০২৩
দিল্লিতে শুরু দিনভর কর্মসূচি তৃণমূলের, দুপুরে রাজঘাট, বিকেলে সেন্ট্রাল ভিস্তায় অবস্থান, রণকৌশল তৈরী করতে সুদীপের বাড়িতে বৈঠক

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লির ঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদ ও মন্ত্রী-বিধায়কদের দু’দিনের ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে। দুপুর একটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজঘাটে পৌঁছন।তার পর তৃণমূল নেতা অভিষেক সহ অন্যান্যরা গান্ধিপূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে শান্তিপূর্ণ ধর্ণায় বসেছেন। গান্ধির নামাঙ্কিত প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না, এই অভিযোগে তৃণমূলের এই কর্মসূচি। বাংলার মানুষরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি। বারবার কেন্দ্রের কাছে দরবার করেও হয়নি সুরাহা। এবার তাই দিল্লির বুকে সংগঠিত আন্দোলনে নেমেছে তৃণমূল নেতৃত্ব ও বাংলার বঞ্চিত কৃষক, শ্রমিকরা। বাংলা থেকে কয়েক হাজার বঞ্চিতকে নিয়ে দিল্লি গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাজ্যের সমস্ত সাংসদ, বিধায়ক, নেতা-মন্ত্রীরা। রয়েছে ছাত্র-যুব নেতৃত্বও। সোমবার, বঞ্চিতদের সঙ্গে নিয়ে একাধিক জায়গায় ধরনা কর্মসূচিতে নামছে তৃণমূল। দুপুর ২;৪৫ মিনিট নাগাদ অভিষেক এই রাজঘাট থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করবেন। এই বৈঠকে যন্তরমন্তরে কর্মসূচির রূপরেখা ও রণকৌশল তৈরী হবে। কেননা যন্তরমন্তরে তৃণমূলকে অনুষ্ঠানের অনুমতি দিল্লি পুলিশ দেয়নি। রবিবার রাত পর্যন্ত দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বাসভবনে এই কর্মসূচির রূপরেখা ঠিক করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Today, on the revered occasion of Gandhi Jayanti, Shri @abhishekaitc along with our other leaders visited Rajghat to pay their heartfelt tribute to the Father of the Nation.
His timeless teachings of non-violence, truth, and social justice continue to guide our quest for… pic.twitter.com/iGYeJK40hi
— All India Trinamool Congress (@AITCofficial) October 2, 2023
সোমবার দুপুর দেড়টা নাগাদ রাজঘাটে ‘সত্যাগ্রহ’ আন্দোলনা আসেন। মহাত্মা গান্ধির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘণ্টা দুয়েক ধর্ণায় থাকবেন। ধর্ণায় রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা সকলে। রবিবারের বৈঠকে তেমনই ঠিক হয়েছে বলে জানান লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ”আমাদের প্রতিবাদের আসল ইস্যু তো মনরেগার টাকা। মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট। তো মহাত্মা গান্ধির জন্মদিনের সঙ্গে আমাদের এই কর্মসূচি সাযুজ্যপূর্ণ। তাঁকে শ্রদ্ধা জানিয়েই শুরু হবে কর্মসূচি। সকালের ধর্ণা কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র-যুব নেতৃত্বকে। দুপুরে অভিষেকের নেতৃত্বে আমরা রাজঘাটে ধর্ণা হবে। বিকেলে সাংবাদিক বৈঠক। তার পর সন্ধেবেলা ৩ তারিখের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব।” সূত্রের খবর, সোমবার দলের বৈঠক হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে।
❤ Support Us