Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • মার্চ ১৭, ২০২৩

তৃণমূলে রদবদল ! হাজি নুরুলের বদলে সংখ্যালঘু সেলের সভাপতি ইটাহারের মোশারফ

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূলে রদবদল ! হাজি নুরুলের বদলে সংখ্যালঘু সেলের সভাপতি  ইটাহারের মোশারফ

তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি পদে পরিবর্তন। হাজি নুরুল ইসলামের বদলে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে দায়িত্ব দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারম্যান পদে নুরুলকে তিনি বসালেন। সিদিকুল্লা চৌধুরী দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছিলেন। এবার, শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি মুর্শিদাবাদ ও মালদহ জেলায় দলের সাংগঠনিক কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন।

শুক্রবার কালীঘাটে সাংগঠনিক বৈঠকে একথা ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়  । সেখানে দলের সংখ্যালঘু সেলে বড়োসড়ো পরিবর্তনের ঘোষণা করেন তৃণমূল নেত্রী। সরাসরিভাবে ঘোষণা করলেও আপাতত সিদিকুল্লা চৌধুরী মুর্শিদাবাদ ও মালদায় পর্যবেক্ষণের দায়িত্ব সামলাবেন । তাঁকে সাহায্য করবেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। হাজি নুরুল ইসলাম একই সঙ্গে সংখ্যালঘু সেল ও বসিরহাটের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন।

 


  • Tags:

Read by: 94 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!