Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১০, ২০২৪

কমিশনের বিরুদ্ধে এবার কমিশনে ঘাসফুল শিবির, রেখা শর্মার বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
কমিশনের বিরুদ্ধে এবার কমিশনে ঘাসফুল শিবির, রেখা শর্মার বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ

সন্দেশখালি কান্ডে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ শাসক দল তৃণমূল।  জাতীয় মহিলা কমিশনের চেয়ার  পার্সন রেখা শর্মার বিরুদ্ধে  তাঁরা এমন পদক্ষেপ নিতে চলেছেন বলে দাবি করেছেন তাঁরা।

শুক্রবার সকালে একটি সাংবাদিক সম্মেলনে তাঁদের এই দলীয় পদক্ষেপের কথা জানিয়েছেন ডঃ শশী পাঁজা। বিজেপির দিকে পরোক্ষে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন,’ রেখা শর্মার এমন কাজ করার পিছনে পুরোদস্তুর রাজনৈতিক সিগন্যাল ছিল।  একটি কমিশনের এমন পক্ষপাতদুষ্টতা খুবই দুর্ভাগ্যজনক।’ তিনি দাবি করেছেন যে, গতকাল এক মহিলা জানিয়েছেন যে দিল্লি থেকে মহিলা কমিশন এসে জোর করে সাদা কাগজে তাঁদের ওপর মিথ্যা নির্যাতনের অভিযোগ লিখিয়েছে তাঁদের দিয়ে। প্রসঙ্গত,  আগেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তাঁরা।

এই নির্বাচনী আবহেই সন্দেশখালি নিয়ে কটি বিতর্কিত ভিডিও সামনে আসে। ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি ‘আরম্ভ।’ সেই ভিডিওগুলি নিয়েই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র শাণাচ্ছে তৃণমূল। বিতর্ক উস্কে দিয়ে মিতা মাইতি নামে একজন মহিলার দাবি রেখা শর্মা এসে সেদিন কার কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তা জানতে চান । তাঁদের নির্দেশ দেন সাদা কাগজে সই করতে। তার ৪ থেকে ৫ দিন পর থানা থেকে তাঁর কাছে নোটিস গেলে তিনি জানতে পারেন যে তাঁর ওপর ধর্ষণ হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে যা  সম্পূর্ণ মিথ্যা।

এই ঘটনায় মাম্পি ওরফে পিয়ালি দাস বলে এক বিজেপি নেত্রীর নাম উঠে এসেছে। তাঁকে তলব করেছে পুলিশ।  গতকাল তাঁকে দেখা যায় বারাসতের জেলা শাসকের দপ্তরে, যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেত্রী।

এদিকে গত কদিনের  ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের সন্দেশখালিতে স্টিং অপারেশনের ভিডিয়োয় উত্তাল রাজ্য। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ‘আরম্ভ’।  ভিডিয়োয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেছেন, সন্দেশখালিতে টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে  তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করানো হয়েছিল থানায় , যা ছিল সম্পূর্ণ মিথ্যা। তা নিয়ে গত মঙ্গলবার শাহজাহান। তাঁকে ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে বলেন, “ফেক না, ওটা অরিজিনালই।”প্রসঙ্গত উল্লেখ্য, গঙ্গাধর কয়াল এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ আগেই দায়ের করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!