- এই মুহূর্তে দে । শ
- জুন ১৮, ২০২৪
শেয়ার বিপর্যয় নিয়ে সেবির সদর দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ। শরিক শরদ এবং উদ্ধব গোষ্ঠী
শেয়ার বাজার কেলেঙ্কারি অভিযোগে মুম্বইয়ে সেবি-র সদর দফতরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করল ইন্ডিয়া জোটের দুই শরিক শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনার একদল সাংসদ। এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে তৃণমূল।শেয়ার বাজারে লোকসভা ভোটের পর বুথ ফেরত সমীক্ষা ও ফল প্রকাশের পর যে উত্থান পতন ঘটেছিল, তা নিয়ে তদন্তের দাবিতে সেবিকে চিঠি লেখে তৃণমূল। মঙ্গলবার মুম্বইয়ে আসে তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন সাগরিকা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে ও প্রতিমা মণ্ডল । যদিও কোনও কংগ্রেস সাংসদকে এই বিক্ষোভে দেখা যায়নি ।
#WATCH | Mumbai, Maharashtra: TMC, UBT and NCP leaders protest & raise slogans outside SEBI over the alleged stock market manipulation. pic.twitter.com/p82HZk5WKj
— ANI (@ANI) June 18, 2024
যদিও রাহুল গান্ধিও ভোটের পর বুথ ফেরত সমীক্ষা ও ফলাফল ঘোষণার পর শেয়ার বাজারের উত্থান পতন নিয়ে যৌথ সংসদীয় তদন্তের দাবি জানিয়েছিলেন। তবুও কংগ্রেসকে বাদ দিয়ে দুই শরিককে নিয়ে সেবির কাছে এই বিক্ষোভ প্রদর্শনকে খুব একটা ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেনা রাজনৈতিক মহল। তাঁরা এটিকে বলেছেন, ‘জোটের মধ্যে জোট’। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যতই শরিক রূপে পাশে থাকুন না কেন, আদতে কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক যে খুব একটা মসৃণ নয়, তা আজ বিক্ষোভ প্রদর্শনেই স্পষ্ট। যদিও ঘাসফুল শিবির সূত্রে জানা যাচ্ছে, লোকসভা ভোটে জোটের দুর্দান্ত ফলের পর জোট – সঙ্গী কংগ্রেসের ‘পোস্টার বয়’ রাহুল গান্ধিকে ফোনে শুভেচ্ছা বার্তা দেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বার্তার কোনও জবাব দেননি রায়বরেলির সাংসদ। ফলে স্বভাবতই তাতে বেশ কিছুটা অসন্তুষ্ট হয়েছেন তৃণমূলের শীর্ষ নেত্রী।
❤ Support Us