- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৪, ২০২৪
কালনায় সমবায় ভোটে জয়ী তৃণমূল
সমবায় নির্বাচনে জিতল তৃণমূল। কালনার রানিবন্ধ কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থী ছাড়া কারও মনোনয়ন জমা পড়ল না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির ৯টি আসনেই জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এখানে নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল ২২ সেপ্টেম্বর। সমবায়ের ম্যানেজার সূর্যশঙ্কর বাগ জানান, ‘৯ সদস্যের এই সমবায় সমিতিতে মাত্র ৯টি মনোনয়নই জমা পড়ায় আর নির্বাচনের দরকার হচ্ছে না।’ কালনা ১নং ব্লকের অধীন রানিবন্ধ সমবায় সমিতিতে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী স্বপন দেবনাথের পরামর্শ, ‘কৃষি ও কৃষকের উন্নতিতে রাজ্য সরকার ও সমবায়ের নির্দেশিকা মেনে কাজ করুন। কোনোরকম অন্যায়কে প্রশ্রয় না দিয়ে কৃষি ও কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই হোক নবগঠিত পরিচালন সমিতির লক্ষ্য।’
এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কৃষিঋণ, সেচ, সার দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষজনের ডিপোজিট অ্যাকাউন্টের সুবিধে দেয় এই সমবায় সমিতি। তাতে সবমিলিয়ে বহু মানুষ উপকৃত হন। বছরে গড়ে ৩ কোটি টাকার লেনদেন হয়। কিন্তু বছর দুয়েকের উপর নির্বাচন না হওয়ায় সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। শেষমেশ নোটিস জারি করে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশিত হয়। মনোনয়নপত্র তোলার শেষ দিন পার হয়ে যাওয়ার পর দেখা গেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়নপত্র তোলেননি।
❤ Support Us