Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১২, ২০২৪

উপনির্বাচনের একদিন আগেই রক্তাক্ত বসিরহাট।দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃনমূল কর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
উপনির্বাচনের একদিন আগেই রক্তাক্ত বসিরহাট।দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃনমূল কর্মী

প্রতীকী ছবি ।

বাড়ি থেকে ডেকে সক্রিয় তৃণমূল কর্মীকে গুলি করে খুন করে পালালো দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার সীমান্ত লাগোয়া গ্রাম নাকুয়াদহ গ্রামে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম আনন্দ সরকার (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার রাতে ভারত – বাংলাদেশ সীমান্তের কাছে নাকুয়াদহ গ্রামের বাসিন্দা আনন্দ সরকার দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বাইরে থেকে কয়েকজন তাকে ডাকে। আনন্দ বাড়ির বাইরে যেতেই তাকে দুষ্কৃতীরা গুলি করে । স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পান। বাইরে বেরিয়ে তারা দেখতে পান আনন্দ সরকার রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর জখম অবস্থায় আনন্দ সরকারকে স্থানীয় বাসিন্দারা বসিরহাট জেলা হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি কারনে ঐ ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে খুন করে পালালো দুষ্কৃতীরা তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ
বসিরহাট থানার ইটিন্ডা পানিতর পঞ্চায়েতের নাকুয়াদহ গ্রামের মাঠপাড়া আনন্দ সরকারের বাড়ি। বাড়ি লাগোয়া একটি দোকান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি যখন বাড়িতে ঢোকেন। রাত তখন সোয়া ৯ টা। রাতে বাইকে করে কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে ফোন করে রাস্তায় আসতে বলে। আনন্দ রাস্তায় আসতেই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে। তার মাথায় গুলি লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আনন্দ সরকারে। দুষ্কৃতী তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গুলির আওয়াজ শুনে বাড়ির লোকেরা ও প্রতিবেশীরা ছুটে এসে দেখে রাস্তার উপরে ছটফট করছেন আনন্দ সরকার। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আনন্দ সরকারের মৃতদেহ উদ্ধার করেছে বসিরহাট থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ এলাকার পরিচিত তৃনমূল কর্মী। দলের সব কর্মসূচিতে তাকে সক্রিয় ভাবে দেখা যায়। এই খুনের পেছনে জমি সংক্রান্ত বিষয় এবং সীমান্তে চোরা কারবার যোগ রয়েছে বলে স্থানীয় মানুষের দাবি। তবে খুনের পেছনে রাজনৈতিক চক্রান্ত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করছে বসিরহাট থানার পুলিশ। কেউ গ্রেপ্তার হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!