- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৯, ২০২৩
বেকারত্ব, রাজ্যের বকেয়া আদায়, মূল্যবৃদ্ধি নিয়ে অমিত শাহকে ৫১ হাজার চিঠি তৃণমূল যুবদের
২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে দেশ জুড়ে নরেন্দ্র মোদি ভাষণে বলেছিলোন, বিজেপি দেশে ক্ষমতায় এলে বছরে ২ কোটি বেকারের চাকরি দেওয়া হবে। তখনও নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হননি। আজ ২০২৩ সাল। ২০২৪ এ আর একটা লোকসভা নিবাচনের প্রস্তুতি নিচ্ছে মোদির ভারত। তবে এই প্রায় ১০ বছর কত কোটি বেকারের চাকরি বছরে নরেন্দ্র মোদি দিতে পেরেছেন সেই হিসেব বিজেপির শীর্ষনেতা, প্রধানমন্ত্রী, ছোট,বড়,মেজো কোনও নেতা দিতে পারবেন কি? এই প্রশ্ন নিয়ে যুব তৃণমূল অমিত শাহকে আজ বুধবার চিঠি দিচ্ছে। চিঠিতে তৃণমূল যুব জানতে চাইবে, প্রায় দশ বছর আগে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি বেকারের চাকরি দেবে। কিন্তু ১০ বছরে ২ কোটি তো দূরের কথা, ২০ লক্ষ বেকারেরও চাকরি কি হয়েছে? মূলত, কেন্দ্রের কাছে বাংলার পাওনা টাকার দাবির পাশাপাশি, বেকারদের কর্মসংস্থানের যন্ত্রণা নিয়ে বুধবার থেকেই অমিত শাহর কাছে ৫১ হাজার চিঠি দেওয়ার কাজ শুরু করল যুব তৃণমূল ও মূল তৃণমূল কংগ্রেস।
বুধবার সকাল ৯টা থেকে প্রথমে সোশাল মিডিয়ায় এই চিঠি রাজ্যের বিভিন্ন ব্লক থেকে পোস্ট করবেন তৃণমূল ছাত্র-যুব নেতৃত্ব। প্রথম পোস্ট করবেন তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ ও ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এরপর পর্যায়ক্রমে জেলা তৃণমূল যুব ও ছাত্র নেতৃত্ব সোশাল মিডিয়ায় শাহকে টার্গেট করে দাবি জানিয়ে বেকারদের যন্ত্রণার কথা পোস্ট করবেন। পরদিন থেকে সমস্ত ব্লক থেকেই অমিত শাহকে দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরে চিঠি পাঠাবে তৃণমূল। চিঠির ছবি তুলে প্রথমে তা সোশাল মিডিয়ায় পোস্ট করে বঙ্গ বিজেপি ও অমিত শাহকে ট্যাগ করা হবে। এরপর সেসব চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির ঠিকানায় পাঠানো হবে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বকেয়া পাওনা নিয়ে যেখানে আন্দোলনে বিরতি দিয়েছিলেন, সেখান থেকেই ছাত্র-যুবরা অমিত শাহকে টার্গেট করে কর্মসূচি নিচ্ছে। ১০০ দিনের শ্রমিকদের পারিশ্রমিক আটকে রাখা থেকে শুরু করে আবাস যোজনার টাকা না দেওয়া নিয়ে মঙ্গলবারই পূর্ব বর্ধমান থেকে শুরু করে হাওড়া জেলার নেতৃত্ব শাহকে প্রশ্ন ছুড়ে দিয়েছে। একটা কথা স্পষ্ট হয়ে গিয়েছে, বুধবার ধর্মতলার সভার উদ্দেশে অমিত শাহ যখন দিল্লি থেকে রওনা দেবেন, তখন থেকেই সোশাল মিডিয়া জুড়ে তাঁকে উদ্দেশ করে বঞ্চনা-বেকারত্বের যন্ত্রণার তোপ দাগবেন ছাত্র-যুবরা।
মূলত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফর ঘিরে বিজেপি বিরোধী প্রচার আরও বাড়াতে দলে দলে ছাত্র-যুব নেতৃত্ব, কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা থেকে শুরু করে বছরে ২ কোটি বেকারের চাকরির ইস্যু তুলে শাহকে প্রশ্নের পর প্রশ্নে বিদ্ধ করেছে। একই সঙ্গে রান্নার গ্যাস, পেট্রল-ডিজেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি কেন হচ্ছে তা নিয়েও প্রশ্ন ছুড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
❤ Support Us