Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১, ২০২৩

বোর্ড পরীক্ষার মার্কশিটে থাকবেনা ব়্যাঙ্ক, বিভাগের উল্লেখ ।বিজ্ঞপ্তি সিবিএসইর

আরম্ভ ওয়েব ডেস্ক
বোর্ড পরীক্ষার মার্কশিটে থাকবেনা ব়্যাঙ্ক, বিভাগের উল্লেখ ।বিজ্ঞপ্তি সিবিএসইর

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসসি ক্লাস ১০, এবং ১২-ক্লাসের বোর্ড পরীক্ষার মার্কশিটে এবার থেকে কোনও বিভাগ বা ব়্যাঙ্কের উল্লেখ থাকবে না। সিবিএসই পরীক্ষা নিয়ন্ত্রক সানিয়াম ভরদ্বাজ সরকারি বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হওয়ার সময় পরীক্ষার্থীর সেরা পাঁচটি বিষয়ে প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে। নম্বরের ভিত্তিতে ছাত্র ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেছিত হবে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যদি কোনও প্রার্থী কলেজে পাঁচটির বেশি বিষয়ে আবেদন করে থাকেন, তাহলে সেরা পাঁচটি বিষয় নির্ধারণের সিদ্ধান্ত ভর্তির প্রতিষ্ঠান বা নিয়োগকর্তা নিতে পারেন। বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশের কোনও উল্লেখ থাকবে না । উচ্চ শিক্ষার জন্য বা চাকরিতে শতকরা প্রাপ্ত নম্বরের প্রয়োজন হলে, তা গণনা করতে পারেন প্রতিষ্ঠান বা নিয়োগকর্তারা।”

সিবিএসই বোর্ড আগেই ঘোষণা করেছিল যে ১৫ ফেব্রুয়ারি থেকে ১০ এবং ১২ ক্লাসের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে।
গত বছর ১০, ১২ ক্লাসের বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করার সময় শিক্ষার্থীদের কোনও মেধা তালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় স্কুল শিক্ষা বোর্ড।এবছরও বোর্ড ১০, ১২ ক্লাসের শীর্ষস্থানাধিকারীর নাম আলাদা করে উল্লেখ করবে না।

শিক্ষার্থীদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতেই পরীক্ষায় মেধা তালিকা ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!