- এই মুহূর্তে দে । শ
- মে ৩০, ২০২৩
অধিকারের দাবিতে রাজপথে মিছিলে হাঁটলেন মিড ডে মিল কর্মীরা

মিড ডে মিলের কর্মীদের ২০১১ সালে শেষবারের জন্যে ৫০০ টাকা সাম্মানিক বেড়েছিলো। ওই শেষ। তার পর থেকে মাসে দেড় হাজার টাকা সাম্মানিক মিলছে গত ১২ বছর ধরে। মাতৃত্বকালীন ছুটি নেই। নেই সাধারণ ছুটি। ১২ মাস কাজ করে ১০ মাসের সাম্মানিক পাচ্ছেন তারা। মিড ডে মিলের কর্মীদের নুন্যতম ২১ হাজার টাকা সাম্মানিক, ১২মাসের সাম্মানিক দেওয়ার দাবিতে এর আগেও মিড ডে মিল কর্মীরা আন্দোলন করেছেন। মঙ্গলবার কলকাতার রামলীলা ময়দান থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিড ডে মিল কর্মীরা মিছিল করলেন । সরকারের কাছে তাদের দাবির কথা পৌঁছে দিতেই তাদের এই মিছিল, বললেন মিছিলে অংশগ্রহণকারীরা।
শুধু যে নিজেদের দাবি নিয়েই তারা এদিন মিছিল করলেন তা নয়। তাদের দাবি মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করতে হবে, রোজ ডিম দিতে খাবারের সঙ্গে, দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল পড়ুয়াকে প্রকল্পের আওতায় আনতে হবে, এখন অষ্টমশ্রেণি পর্যন্ত পড়ুয়ারা মিড ডে মিল পে। মিড ডে মিল কর্মীদের ন্যূনতম মজুরি, চাকরির নিরাপত্তা ও সুষ্ঠূ নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার পথে নামলেন মিড ডে মিল কর্মীরা।
মিড ডে মিল কর্মীদের এই মিছিলের আয়োজক “আম্মা” নামের একটি সংগঠন। এই আন্দোলনে নাগরিক সমাজকে তাদের পাশে চাইছেন মিড ডে মিল কর্মীরা।
২০১০ সাল পর্যন্ত ১২ মাস কাজ করে ১২ মাসের পারিশ্রমিক পেতেন মিড ডে মিল কর্মীরা। ২০১১ সাল থেকে তারা ১২ মাস কাজ করছেন পাচ্ছেন ১০ মাসের সাম্মানিক। মাসে দেড় হাজার টাকা তাদের সাম্মানিক। দিনে ১০ থেকে ১২ টাকা হিসেবে তারা এই সাম্মানিক পান। এই টাকা আবার চেকের মাধ্যমে তারা পান বলে ব্যাঙ্কে চেক জমা করতে হয়। তাই যাদের বাড়ি গ্রামের প্রান্তবর্তী একালে, যাদের বাড়ির কাছে ব্যাঙ্ক নেই তাদের আবার চেক জমা দিতে বাস ভাড়া করে ব্যাঙ্কে যেতে হয়।
এদের করোও করোও বক্তব্য, “আমাদের পরিচিতরা আমাদের বলেন, এসব কাজ না করে মানুষের বাড়িতে কাজ করলে বেশি টাকা আয় করতে পারবে। মিড ডে মিল কর্মীদের এই মিছিল থেকে তাদের বিরুদ্ধে এই বৈষম্যমূলক ব্যবহার বন্ধের জন্য রাজ্য সরকারের কাছে তারা দাবি জানায়। তাদের দাবি, তাদের নিয়োগ পত্র দেওয়া হোক, সাপ্তাহিক ছুটির পাশাপাশি মাতৃত্ত্বকালীন ছুটি দেওয়া হোক, ন্যূনতম সরকারি মজুরির অনুযায়ী তাদের সাম্মানিক ঠিক করা হোক, সামাজিক সুরক্ষার মধ্যে তাদের নিয়ে আসা হোক।
মিছিলে নদিয়া, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলা থেকে আসা মিড ডে মিল কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে স্লোগান ওঠে, “ভিক্ষার নেই দরকার, চাই অধিকার।”
❤ Support Us