Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ২৭, ২০২৩

মেঘালয়ে আজ মা মাটির পরীক্ষা।নাগাল্যান্ডে কি পদ্মের প্রত্যাবর্তন ?

আরম্ভ ওয়েব ডেস্ক
মেঘালয়ে আজ মা মাটির পরীক্ষা।নাগাল্যান্ডে কি পদ্মের প্রত্যাবর্তন ?

আজ মেঘালয় ও নাগাল্যাণ্ডে বিধানসভা নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্যে উত্তর-পূর্বের দুই রাজ্যে চলছে ভোটগ্রহণ। সকাল ১১ টা পর্যন্ত মেঘালয়ে ভোটদানের হার ২৬.৭০শতাংশ এবং নাগাল্যাণ্ডে ৩৫.৭৬ শতাংশ। দু-একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ।

সোমবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকেল ৪ টে পর্যন্ত। দুই রাজ্যে মোট ৬০ আসনে ভোট হওয়ার কথা থাকলেও বাস্তবে ৫৯ আসনে ভোট হচ্ছে। কারণ, নাগাল্যাণ্ডে একটি আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। আর মেঘালয়ে সোহিয়ং কেন্দ্রে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট আপাতত স্থগিত। বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত অতিক্রম করে কেউ এসে ভোট যাতে না দিতে পারেন তাঁর জন্য প্রত্যেকটি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে মেঘালয় ও নাগাল্যান্ডের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। ২ তারিখ ফল ঘোষণার পর্যন্ত পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।

মেঘালয়ে ২১ লক্ষ ভোটার ৩৬৯ জন প্রার্থীর মধ্যে থেকে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন। অপরদিকে, নাগাল্যাণ্ডে ১৩ লক্ষ নির্বাচক ১৮৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণে অংশগ্রহণ করতে চলেছেন। মেঘালয়ে নির্বাচনে প্রথমবার মুকুল সাংমার নেতৃত্বে অংশগ্রহণ করছে তৃণমূল। ৫৬ আসনে প্রার্থী দিয়েছেন তাঁরা। দলের শীর্ষ নেতৃত্ব বার বার প্রচারে এসেছেন। জয়ের ব্যাপারে আশাবাদী তাঁরা।

অপরদিকে, বিজেপি ন্যাশনাল পিপলস পার্টির জোটসঙ্গী রূপে পাঁচ বছর মেঘালয়ে সরকার চালালেও চলতি নির্বাচনে পৃথক ভাবে লড়াই করছে। ৬০ টি আসনে প্রার্থী দিয়েছে তারা। নাগাল্যাণ্ডে আবার ভিন্ন চিত্র। সেখানে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-কে সঙ্গে নিয়ে নির্বাচনী ময়দানে লড়তে নেমেছে কেন্দ্রের শাসক দল। এনডিপিপি ৪০ট আসনে, ২০ আসনে বিজেপি লড়াই করছে। তাঁরা ক্ষমতায় প্রত্যাবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী। সোমবার সকালে টুইট করে প্রধান মন্ত্রী উভয় রাজ্যের নবীন ভোটার দের রেকর্ড সংখ্যায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

কংগ্রেস ২৩ আসনে প্রার্থী দিয়েছে। নাগা পিপলস পার্টি ২২ আসনে। কংগ্রেস সভাপতি একটি টুইট করে নাগাল্যান্ড এবং মেঘালয়ের মানুষকে দলের উপর আস্থা রাখার জন্য আর্জি জানালেন । তিনি জানান যে, দু’টি রাজ্যে ‘উন্নতি এবং জনকল্যাণে’র জন্য কংগ্রেস সরকারকে নির্বাচিত করা প্রয়োজন। ‘উজ্জ্বল’ ভবিষ্যতের জন্য নবীন ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সংখ্যায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

নাগাল্যাণ্ডে এবারের মেয়েদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মোট ১৩ লক্ষ ভোটারদের মধ্যে ৬ লক্ষ ৫৫ হাজার ১৪৪ জন মহিলা ভোট দান করবেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যের রাজ্যপাট সামলানোর দায়িত্ব আগামী দিনে কারা পাবেন, তা নির্ধারণে মেয়েদের ভোট নির্ণায়ক হয়ে উঠতে পারে।


  • Tags:

Read by: 99 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!