Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৪, ২০২৪

ম্যাচ গড়াপেটার অভিযোগে নির্বাসিত টালিগঞ্জ অগ্রগামী ও উয়াড়ি

আরম্ভ ওয়েব ডেস্ক
ম্যাচ গড়াপেটার অভিযোগে নির্বাসিত টালিগঞ্জ অগ্রগামী ও উয়াড়ি

ফুটবলার তুলে নিয়ে আসার ব্যাপারে একসময় উয়াড়ি ও টালিগঞ্জ অগ্রগামীর দারুণ সুনাম ছিল। এই দুই ক্লাবকে বলা হত কলকাতা ফুটবলের প্রিমিয়াম ডিভিশনের সাপ্লাই লাইন। আগে গায়ে কখনও কলঙ্কের দাগ লাগেনি। সেই দলের বিরুদ্ধেই কিনা ম্যাট গড়াপেটার অভিযোগ!‌ কলকাতা প্রিমিয়ার ডিভিশনে ম্যাচ গড়াপেটার অভিযোগে এই দুই ক্লাবকে নির্বাসিত করেছে আইএফএ।
গত মরশুমে টালিগঞ্জ অগ্রগামী ও উয়াড়ির বিরুদ্ধে দুটি করে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। ম্যাচ গড়াপেটার বিষয়টি আইএফএ পুলিশকে আগেই জানিয়েছিল। পুলিশ তদন্ত করছে। টালিগঞ্জ ও উয়াড়ির বিরুদ্ধে ওঠা গড়াপেটার অভিযোগ নিয়ে আলোচনায় বসেছিল আইএফএ–র শৃঙ্খলারক্ষা কমিটি। সেই বৈঠকে ঠিক হয়েছে, পুলিশের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই দুই ক্লাব নির্বাসিত থাকবে। আইএফএ–র এই সিদ্ধান্তের ফলে সামনের মরশুমে প্রিমিয়ার লিগে টালিগঞ্জ ও উয়াড়ির খেলার সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ।
আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, ‘‌ম্যাচ গড়াপেটার অভিযোগের বিষয়টি আমার ইতিমধ্যেই লালবাজারে পাঠিয়েছি। পুলিশের তদন্তের জন্য অপেক্ষা করব। রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। রিপোর্ট পাওয়ার আগে পর্যন্ত এই দুই ক্লাব নির্বাসিত থাকবে।’‌ ম্যাচ গড়াপেটার অভিযোগ এসেছিল স্পোর্টস র‌্যাডারের কাছ থেকে। এই আন্তর্জাতিক বেটিংস মনিটর সংস্থা ঘরোয়া ফুটবলের ম্যাচের প্যাটার্ন বিশ্লেষণ করে অভিযোগ জানায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!