Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ২৭, ২০২২

ইতিহাস, আন্তর্জাতিক বুকার জিতে রেকর্ড গীতাঞ্জলির। হিন্দি উপন্যাসেই সম্মান জয় লেখিকার ।

সাধারণত ইংরেজিতে অনূদিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বইয়ের জন্য প্রতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়।

ইতিহাস, আন্তর্জাতিক বুকার জিতে রেকর্ড গীতাঞ্জলির। হিন্দি উপন্যাসেই সম্মান জয় লেখিকার ।

অনুবাদক ডেইজি রকওয়েলের সঙ্গে গীতাঞ্জলি শ্রী/ ছবি- গেটি ইমেজ ।

দিল্লির লেখিকা  গীতাঞ্জলি শ্রী-র মুকুটে নতুন পালক। আন্তর্জাতিক বুকার প্রাইজে সম্মানিত হলেন তিনি। ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় ভাষায় লেখা উপন্যাস এই বিশ্ব সম্মানে সম্মানিত হল। ইংরেজি অনুবাদক ডেইজি রকওয়েলের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেলেন ভারতীয় লেখিকা। উপন্যাস ‘Tomb of Sand’ এর জন্য এই সম্মান জয় করেছেন তিনি। প্রথমে ‘রেত সমাধি’ নামের এই উপন্যাসটি লিখেছিলেন গীতাঞ্জলি। তারই ইংরেজি অনুবাদ ‘টুম্ব অফ স্যান্ড’ ।

গীতাঞ্জলি শ্রী/ ছবি- সংগৃহীত ।

বুকার প্রাইজ কমিটির তরফে টুইট করে এই পুরস্কারে বিজেতাদের নাম জানান হয়৷ জানা গিয়েছে দুই লেখিকা ৫০ হাজার পাউন্ড অর্থ পুরস্কার পাবেন। গীতাঞ্জলি শ্রী এবং ডেইজি রকওয়েলকে শুভেচ্ছা জানানো হয়েছে। গীতাঞ্জলির হিন্দিতে লেখা উপন্যাস রেত সমাধিতে দেশভাগ এবং উত্তরভারতের ৮০ বছরের এক বৃদ্ধার জীবন তুলে ধরেছেন । উপমহাদেশের উত্তাল সময়ে দেশভাগ তাঁর জীবনে কীভাবে প্রভাব ফেলে, এবং কিভাবে সেসব স্মৃতি ভূতের মতো তাকে তাড়া করে বেড়ায়, তার গল্পই এই উপন্যাসে বুনেছেন দিল্লির লেখিকা।

অন্যদিকে,  এই উপন্যাসের প্রকাশনা সংস্থা পেহ্গুইন ইন্ডিয়ার তরফে টুইটে বলা হয়েছে, ‘ইতিহাস তৈরি হল৷ আমরা উচ্ছ্বসিত ৷ গীতাঞ্জলী শ্রীর উপন্যাস ‘টুম্ব অফ স্যান্ড’ অনুবাদ করেছেন ডেইজি রকওয়েল ৷ এটাই প্রথম হিন্দি ভাষার উপন্যাস, যা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেল ৷’

সাধারণত ইংরেজিতে অনূদিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বইয়ের জন্য প্রতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত গীতাঞ্জলি শ্রী সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি কখনই বুকারের স্বপ্ন দেখিনি, আমি কখনই ভাবিনি যে আমি পারব। এই বিশাল স্বীকৃতিতে আমি বিস্মিত, আনন্দিত, সম্মানিত এবং বিনীত। আমার এই বইটির পিছনে রয়েছে হিন্দি এবং অন্যান্য দক্ষিণ এশীয় ভাষায় একটি সমৃদ্ধ সাহিত্যের ঐতিহ্য ।’

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মইনপুরী শহরে জন্মগ্রহণকারী ৬৪ বছর বয়সী এই লেখিকা এ পর্যন্ত তিনটি উপন্যাস এবং বেশ কয়েকটি ছোটগল্প লিখেছেন। বুকার পুরস্কার জেতা বইটি যুক্তরাজ্যে প্রকাশিত তার প্রথম বই।

এর আগে ভারত থেকে অনেকেই এই পুরস্কার জিতেছেন। এরমধ্যে রয়েছেন সালমান রুশদি, ভিএস নইপাল, অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষসহ আরও অনেকেই।


❤ Support Us
error: Content is protected !!