- এই মুহূর্তে
- জুন ১, ২০২২
কাল পদ্মে পাতিদার হার্দিক?
আম আদমিকে ভয় পাচ্ছে বিজেপি ।

সম্ভবত আগামী কাল, গুজরাটের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল পদ্মশিবিরে মিশে যাবেন। ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন । সুবিধা হয়নি । আন্দোলনের নৌকো ডুবেছে। ভেসে গেছে বৈঠাও। এবার বাধ্য হয়ে পদ্মে হাত মেলাচ্ছেন । হার্দিকের দল বদলের ইঙ্গিতে কারও উদ্বেগ নেই। কংগ্রেস চুপ। নিশ্চুপ অন্যান্য বিরোধী দল। উদাসীন সব মহল। এমন কি বিজেপিতে উচ্ছ্বাস নেই।
গুজরাটের বিজেপি প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। কংগ্রেস অনেকটাই গৃহহীন । আন্দোলনহীন। আহমেদ প্যাটেলের মৃত্যুর পর দুর্দশা বেড়েছে। পারিবারিক ও বংশানুক্রমিক রাজনীতি নিয়ে সরব গুজরাট কংগ্রেসও। আন্দোলনে নে ই। অলস দিন কাটছে নেতাদের। বিরোধী আসনে, আম আদমি পার্টি বিকল্প হয়ে উঠতে পারে । অরবিন্দ কেজরিয়ালের দৃষ্টি এখন পশ্চিমে আর উত্তর ভারতে। কিছুটা হলেও আমআদমিকে ভয় পাচ্ছে গেরুয়া শিবির ।
❤ Support Us