- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৬, ২০২৪
সন্দেশখালির ঘটনায় রাজ্যপালের তলবে সাড়া দিল না রাজ্য প্রশাসনের তিন প্রধান। উদ্বেগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
সন্দেশখালির ঘটনায় রাজ্যপালের তলবে গুরুত্ব দিল না রাজ্য প্রশাসনের তিন শীর্ষকর্তা। রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারকে রাজধর্ম পালনের বার্তা দেন। তলব করেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে। উল্লেখযোগ্য ভাবে ইডি ও সেনা জওয়ানদের উপর তৃণমূল নেতা শেখ শাজাহানের অনুগামীরা হামলা, মারধর চালালেও পুলিশ গত ২৪ ঘণ্টায় পুলিশ তিনজনকে আটক করা ছাড়া কিছু করেনি। তবে ন্যাজাট থানা ইডির বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে শেখ শাজাহানের বাড়ির কেয়ার টেকারের অভিযোগের ভিত্তিতে। ওই কেয়ার টেকারের অভিযোগ, আগাম না জানিয়ে শেখ শাজাহানের বাড়ির দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে ইডির তদন্তকারীরা। তবে শুক্রবার সকালের বাস্তব ঘটনা বলছে ইডির আধিকারিক ও জওয়ানরা দরজা ভাঙতে গেলেই তাদের উপর আক্রমণ শুরু করে শাজাহান অনুগামীরা। সন্দেশখালির এই ভয়াবহ ঘটনায় ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও গ্রেফতারের সংখ্যা শূন্য। শেখ শাজাহানের বাড়িতে তালা। শনিবার সকালে শেখ শাজাহানের বাড়ির সামন থেকে তাঁর নাম ধরে ডেকেও বাড়ির ভেতর থেকে কারও সাড়া পাওয়া যায়নি। এলাকা স্তব্ধ, শেখ শাজাহান ও তাঁর পরিবার বাড়িতে নেই।
রাজ্যপাল শুক্রবারই রাজ্য সরকারকে মনে করিয়ে বলেছিলেন, ‘‘গণতন্ত্রে সভ্য সরকারের কর্তব্য বর্বরতা এবং অশান্তি বন্ধ করা। সরকার তার প্রাথমিক কর্তব্য পালনে ব্যর্থ হলে, অবশ্যই পদক্ষেপ করবে ভারতের সংবিধান।’’
এদিকে সন্দেশখালির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে শুক্রবার সন্দেশখালিতে ইডি ও সেনা জওয়ানদের শাজাহান অনুগামীরা আক্রমণ করার পর ওই দিনই রাজ্যপাল তলব করেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে। তবে শুক্রবার রাত টেকে গিয়ে শনিবার সকাল পর্যন্ত রাজভবনে গেলেন না রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি, এরাই হলেন রাজ্য প্রশাসনের তিন শীর্ষ কর্তা।
❤ Support Us