- এই মুহূর্তে
- মে ১৬, ২০২২
কাঁকড়া খাওয়ার কয়েক মুহূর্ত পরেই অসুস্থ, দিঘার হাসপাতালে মৃত্যু পর্যটকের!
সামুদ্রিক কাঁকড়া কি প্রাণঘাতী? বার বার কাঁকড়া খেয়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় এমনই প্রশ্ন উঠছে। যদিও এ নিয়ে এখনই কিছু জানাননি চিকিৎসকরা।

আবার সামুদ্রিক কাঁকড়া খেয়ে দিঘায় মারা গেলেন একজন পর্যটক । এই নিয়ে বেশ কয়েকবার কাঁকড়া খেয়ে পর্যটকের মৃত্যুর খবর ছড়াল সমুদ্রতটে ।সামুদ্রিক কাঁকড়া কি প্রাণঘাতী? ঠিক এর পরই, এই প্রশ্নই ঘুরেফিরে আসছে পর্যটন শহর দিঘার আনাচে কানাচে। গত কয়েকমাসে দিঘায় বেড়াতে এসে কাঁকড়া খাওয়ার কয়েক মুহূর্ত পরেই একাধিক পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবারও একই ভাবে কাঁকড়া সহযোগে দুপুরের খাবার খেয়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃতের নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। বয়স ৬২ । বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে।
মৃতের পরিবার সূত্রে খবর, কাঁকড়া দিয়ে ভাত খাওয়ার পর সমুদ্রস্নানে যান সুদীপবাবু। কিছু ক্ষণ পরেই শারীরিক অস্বস্তি শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে গত শনিবার পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন সুদীপবাবু। রবিবার দিঘা থেকে সপরিবারে তাজপুরে যান। সেখানেই দুপুরে একটি হোটেলে সামুদ্রিক কাঁকড়া সহযোগে খাবার খান। তার পর থেকেই শরীরে অস্বস্তি অনুভব করেন। প্রথমে গুরুত্ব না দিলেও সমুদ্রস্নানে নামার পর পর তাঁর শরীরে অস্বস্তি বাড়ে। এরপরই পরিবারের লোকজন হাসাপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি ।
❤ Support Us