Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ২৮, ২০২২

লোহিত সাগরে টক্সিক বিস্ফোরণ। জর্ডানের বন্দর শহরে আতঙ্ক, মৃত ১৩, অসুস্থ ২৬০।

অভিযোগ, গ্যাস সংরক্ষণ ব্যবস্থায় বিস্তর ত্রুটি। কর্তৃপক্ষ উদাসীন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
লোহিত সাগরে টক্সিক বিস্ফোরণ। জর্ডানের বন্দর শহরে আতঙ্ক, মৃত ১৩, অসুস্থ ২৬০।

জর্ডানে টক্সিক গ্যাস লিক। অবাক কাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে । মর্মান্তিক দুর্ঘটনা মৃত ১৩, অসুস্থ ২৬০ । লোহিত সাগরের সমুদ্র বন্দর আকাবা, হঠাৎ টক্সিক গ্যাস লিকের কবলে পড়ে। সঙ্গে সঙ্গে মারাত্মক বিস্ফোরণ আর ঊর্দ্ধমুখী অগ্নিকাণ্ড । পথচারীরা গ্যাসের গন্ধে ছুটতে থাকেন। ছুটন্ত অবস্থায় নিষ্প্রাণ হয়ে পড়েন ১৩ নাগরিক। অসুস্থ অবস্থায় ২৬০ বন্দবাসী কাতরাতে থাকেন। লেবাননের বেইরু আর বাংলাদেশের কক্সবাজারের পর আকাবাই দুর্ঘটনাগ্রস্ত তৃতীয় বন্দর নগরী। জনসংখ্যা কম। দারিদ্রের হার বেশি। বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজের ভিড় লেগে থাকে। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। পরিকাঠামো অনুন্নত। কর্তৃপক্ষের গাফিলতি বিস্তর ।

https://twitter.com/suzanneb315/status/1541545605826232321?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1541545605826232321%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Finternational%2F567360%2FE0A69CE0A6B0E0A78DE0A6A1E0A6BEE0A6A8E0A787-E0A6ACE0A6BFE0A6B7E0A6BEE0A695E0A78DE0A6A4-E0A697E0A78DE0A6AFE0A6BEE0A6B8E0A787-E0A7A7E0A7A9-E0A69CE0A6A8-E0A6A8E0A6BFE0A6B9E0A6A4

বন্দর প্রশাসনের পক্ষ থেকে সাফাই দিয়ে বলা হয়েছে, কেমিক্যালবাহী জাহাজে একটি ক্যান ঢলে পড়ে, এটাই দুর্ঘটনার উৎস। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে, একটি ক্রেন জাহাজে ঢলে পড়ছে। কয়েক মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে মিশে যায় লেলিহান অগুন। হলুদ গ্যাস স্রোতের মতো বইতে থাকে। গ্যাসের ঝাঁঝালো গন্ধে কাশতে কাশতে পথচারীরা ছুটতে থাকেন। কারও কারও প্রাণবায়ু ছুটন্ত অবস্থায় নিঃশেষিত হয়ে গেল। হলুদ গ্যাসকে শাধারণত স্বাভাবিক তাপমাত্রায় প্রেসার দিয়ে রাখা হয়। গ্যাস সংরক্ষণের এ ব্যবস্থায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠছে। একারণেই কি ক্রেন জাহাজ ঢলে পড়তেই রোমহর্ষক দুর্ঘটনার শিকার হল আকাবা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!