- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৯, ২০২৪
২০৯ বছরে মঙ্গলকোটের রায়চৌধুরী পরিবারের পুজো

মঙ্গলকোটের চৈতন্যপুর গ্রামের জমিদার রায়চৌধুরী পরিবারের ২০৯ বৎসরের প্রাচীন দুর্গাপূজার পরতে পরতে ইতিহাস আটকে রয়েছে। জানা যায়, রায়চৌধুরী বংশের আদি পুরুষ ছিলেন লক্ষণ সেন। আর বর্তমান পরিবারের মূল পুরুষ ছিলেন উদয়চাঁদ রায় দেব। তিনি ১১৫৪ বঙ্গাব্দে এড়ুয়ার গ্রামে জমিদারির পত্তন করেছিলেন। উদয় চাঁদ দেবের পুত্র বদন চন্দ্র ১১৮২ বঙ্গাব্দে জমিদারি স্থানান্তরিত করেন এলাকার সতীপীঠ ক্ষীরগ্রামে।
কিছুকাল ক্ষীরগ্রামে জমিদারি রাখার পর জমিদারি স্থানান্তরিত হয় ৪ কিমি দূরের হরিপুরে। পরবর্তী সময়ে এই জনপদ চৈতন্যপুর নামে প্রসিদ্ধি লাভ করে।
পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য বিশিষ্ট কবি রাজকুমার রায়চৌধুরি, বধূ ঝর্ণা রায়চৌধুরিদের সঙ্গে কথা বলে জানা গেল, সুদূর অতীতে এই অঞ্চলে দুর্গার প্রতিমা পূজার প্রচলন ছিল না। দুর্গা প্রতিমার বদলে, শধুমাত্র কলাবউকে দুর্গা রূপে আরাধনা শুরু হয় এই পরিবারে। ১২২০ বঙ্গাব্দ থেকে প্রতিমা নির্মাণ করে প্রচলিত প্রথা মেনে পূজা শুরু হয়। ১৩৭৬ বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের তুমুল রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ে চৈতন্যপুরের রায়চৌধুরী পরিবারের ওপরে। পরিবার ভাঙনের কবলে পড়ে। বন্ধ থাকে পুজো। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পুজোর ঢাকে কাঠি পড়ে। আজও সেই পুজো আয়োজিত হচ্ছে রীতি ও পরম্পরা মেনে।
❤ Support Us