Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২১, ২০২৪

কাটোয়ায় ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
কাটোয়ায় ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট

প্রায় পঁচাত্তরের বছরের প্রাচীন কাটোয়ার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট শুরু হল শহরের গোবিন্দ বাগান ফুটবল মাঠে। কাটোয়ার মহকুমাশাসক অহিনসা জৈন ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পর শাদা পায়রা উড়িয়ে হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড ও ইষ্টপদ রানার্স কাপের সূচনা করলেন। সাত দশক আগে আই এফ এ -র অনুমোদনে কলকাতার বাইরে মহকুমা শহরে এই ফুটবল টুর্নামেন্টের পথচলা শুরু হয়। যদিও এই টুর্নামেন্ট মহকুমার ফুটবলপ্রেমীদের হাত ধরে শুরু হলেও মাঝে বেশ কিছুদিন এই টুর্নামেন্ট বন্ধ থাকে। ২০১৭ সাল থেকে কাটোয়া পুরসভার পরিচালনায় ফের প্রাচীন এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এবছর কলকতার প্রথম ডিভিশনের ক্লাব-সহ পার্শ্ববর্তী জেলার ক্লাবগুলো এই টুর্নামেন্টে যোগ দিয়েছে। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নিল কলকাতার ইউনাইটেড স্পোর্টস স্পোর্টিং ক্লাব ও নদিয়ার ভাই ভাই হোন্ডা পলাশি ক্লাব। ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ভাই ভাই হোন্ডা পলাশি ক্লাব । ভাই ভাই হোন্ডা দলের সন্তোষ মাড্ডি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরপ্রধান সমীর সাহা বলেন, ফুটবল খেলার ঐতিহ্য ধরে রাখতে পুরসভার পরিচালনায় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এবার টুর্নামেন্টে আটটি দল খেলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!