Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৪, ২০২৪

এবার কী মোবাইল নম্বরের জন্যও দিতে হবে মাশুল।একাধিক সিম ব্যবহারে নিষেধাজ্ঞা ? কী বলছে ট্রাই

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার কী মোবাইল নম্বরের জন্যও দিতে হবে মাশুল।একাধিক সিম ব্যবহারে নিষেধাজ্ঞা ? কী বলছে ট্রাই

মোবাইল ফোন ব্যবহার করেন না এমন মানুষ হয়ত এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। তবে একই ফোনে একই সঙ্গে দু দুটি সিম কার্ড যুগপৎ ব্যবহার করেন, এমন মানুষের সংখ্যা খুব কম। বেশিরভাগ মুঠোফোনেই দুটি সিম কার্ড ব্যবহার করার ব্যবস্থা থাকে। তবে কার্যক্ষেত্রে দেখা যায়, একটি সিম কার্ডই ব্যবহার করে থাকেন ওই গ্রাহক। অন্যটি অবহেলায় অনাদরে পড়ে থাকে অর্থাৎ রিচার্জই করা হয়না। তবে এই ব্যাপারে খুব শীঘ্রই পদক্ষেপ নিতে পারে দেশের টেলি নিয়ামক সংস্থা।

প্রতিটি মোবাইল নম্বর সরকারের সম্পত্তি। অপারেটরদের সেই নম্বরগুলি একটি নির্দিষ্ট সীমার মধ্যে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। সরকার চাইলে অব্যবহার্য সিম কার্ডের জন্য জরিমানা চার্জ করতে পারে। পাশাপাশি নিরাপত্তাও একটি অন্যতম কারণ বলে জানা গেছে। দেখা গেছে বেশীরভাগ ক্ষেত্রে দীর্ঘদিনের অব্যবহার্য সিম হঠাৎ সচল হয়েছে এবং তা কোনও অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। অব্যবহার্য নম্বরগুলিকে কালোতালিকাভুক্ত করার পাশাপাশি অপারেটরদের জরিমানা করতে পারে সরকার। এখনও পর্যন্ত প্রায় ২১৯.১৪ মিলিয়ন মোবাইল নম্বর এই কালো তালিকায় রয়েছে বলে জানা গেছে।

 


গত কয়েকদিন ধরেই, এধরনের নতুন নিয়ম কানুন লাগুর বিষয় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। খবর হয় বিভিন্ন সংবাদ মাধ্যমেও । কিন্তু আজ ভারতীয় টেলি নিয়ামক সংস্থা ট্রাই জানিয়েছে এই মুহূর্তে এমন কোনও নির্দেশিকা তাদের পক্ষ থেকে জারি করা হয়নি। এটি সম্পূর্ণ একটি অপপ্রচার । গ্রাহকদের কোনোভাবেই ফোনে একাধিক সিম কার্ড রাখার জন্য জরিমানা করা হবে না। এই মুহূর্তে এমন কোনও সিদ্ধান্ত তাদের পক্ষ থেকে গৃহীত হয়নি। এটি সম্পূর্ণভাবেই একটি ভুয়ো প্রচার বলে জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথোরিটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!