- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ৫, ২০২৪
মেঘ মুলুকে মজে চন্দন, জুলাইয়েই বড়ো পর্দায় ‘মানিকবাবুর মেঘ’

আজকে দাদা যাবার আগে
বল্ব যা মোর চিত্তে লাগে
নাই বা তাহার অর্থ হোক্
নাই বা বুঝুক বেবাক্ লোক।।
একটা সাদাকালো মেঘ ধাওয়া করছে সাদাকালো এক ব্যক্তিকে। স্বয়নে স্বপনে জাগরণে শুধু একটা মেঘকে দেখতে পান তিনি। চোখের ডাক্তারের কাছে চোখ দেখাতে গেলেও সেই মেঘের অস্ত্বিত্ব তিনি টের পান। সেই মেঘের তাড়ায় ছুটে বেড়ান, গল্পের নায়ক ,মানিক বাবু।
একটি পুরনো বাড়িতে অসুস্থ বাবাকে নিয়ে একা থাকেন মানিক বাবু। বাবা তাঁর কাছে একটা অ্যালার্ম ঘড়ির মতো। একদিন তাঁর জীবনদীপ নিভে যায়। একা মানিকবাবুকে বাড়ি খালি করার নোটিশ পাঠান বাড়িওয়ালা। যখন তাঁর চারপাশের জগত ক্রমশ শূন্য হয়ে আসছে, তখন ওই মেঘ তাঁর জীবনে আত্মীয়ের মতো ধরা দেয়। এ গল্পে মেঘ যেন কোনও সুদূর আকাশের মাঝে ছড়িয়ে থাকা কোনও বস্তু নয়, মানিকবাবুর শূন্য জীবনে সেও যেন এক মানবিক অস্তিত্ব। মানিকবাবুর জীবনে এই ‘মেঘ’ ভালোবাসার বৃষ্টি নিয়ে ঝরে ।
First time, I’m presenting a film that deserves the world & more. #ManikbaburMegh Trailer out now.
The film releases on the 12th of July in Kolkata, Mumbai, Bengaluru, Hyderabad, Noida and Gurgaon. pic.twitter.com/eixVNJSe0t— Anirban Bhattacharya (@AnirbanSpeaketh) July 4, 2024
আগামী ১২ জুলাই মুক্তি পেতে চলা ছবি ‘মানিক বাবুর মেঘ'(দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান) ছবিতে এমনই এক অবাস্তব কাহিনির গল্প এঁকেছেন পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় নির্মিত এটি তাঁর প্রথম ছবি। মানিক বাবুর ভূমিকায় অভিনয় করেছেন বিশিষ্ট মঞ্চ ও ছোট-বড় পর্দার অভিনেতা চন্দন সেন। ইতিমধ্যে এই ছবির জন্য রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রধান অভিনেতার পুরষ্কার পেয়েছেন তিনি। নানা দেশের ৩৮ টি চলচ্চিত্র উৎসবে এই ছবিটি দেখানো হয়েছে। ছবিটি ১৪ টি মনোনয়ন ও পুরষ্কার পেয়েছে ছবিটি। আগামী সপ্তাহে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়ডা এবং গুরগাঁও-এ ছবিটি রিলিজ করবে।
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এই ছবির একজন উপস্থাপক। ছবির একটি গানে কণ্ঠ দিয়েছে তিনি । আগাগোড়া সাদাকালো ট্রেলারে একেবারে অন্যরকম চেহারায় দেখা গেল চন্দন সেনকে। চন্দন সেন ছাড়া এই ছবিতে অরুণ গুহ ঠাকুরতা, নিমাই ঘোষ, ব্রাত্য বসু, দেবেশ রায় চৌধুরীর মতো মঞ্চ ও টলিপাড়ার বিশিষ্ট অভিনেতাদেরও দেখা গিয়েছে। একাকীত্ব ও ফ্যান্টাসির এক আশ্চর্য সমন্বয় ঘটতে পারে ছবিতে।
ট্রেলারে এক জায়গায় চন্দন সেনের কণ্ঠে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ কবিতার এক ঝলক শোনা যায়। যে কবিতায় স্বয়ং কবি নিজেও এক ফ্যান্টাসির জগতে হারিয়ে গিয়েছেন। তার ঝলক কি কিছুটা মানিক বাবুর চরিত্রে ধরা পড়তে পারে? উত্তর খোঁজার জন্য অপেক্ষা এখনও ১২ জুলাইয়ের।
❤ Support Us