- দে । শ
- মার্চ ১, ২০২৩
বেনজির দৃষ্টান্ত তৈরিতে আবার বাংলা। পুলিশ বাহিনীতে রূপান্তরকামীদের চাকরি। বিজ্ঞপ্তি আগামীকাল, জানালেন শশী।

চিত্র : iইন্টারনেট
পুলিশ বাহিনীতে রূপান্তরকামী কনস্টেবল নিয়োগ করবে সরকার। কয়েকদিন আগেই বিশেষ সংরক্ষণ ঘোষণা করেছিল রাজ্য। নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেছেন, কাল বিজ্ঞপ্তি জারি হবে । রুপান্তরকামীরা মহিলা কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। মহিলাদের জন্য পুলিশে যে সংরক্ষণ ব্যবস্থা আছে, তার ভিত্তিতে ১ শতাংশ রূপান্তরকামীকে চাকরি দেওয়া হবে। তাঁদের শারীরিক সক্ষমতার পরীক্ষা-নিরীক্ষায় কোনো বৈষম্য থাকবে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তাঁর জনমুখী, কল্যাণমুখী চেহারা আরো চওড়া হল। ২০১৯ সালে রূপান্তরকামীদের নিয়োগ নিয়ে বিশেষ আইন তৈরি করেছিল মোদি সরকার। সে আইনের ভিত্তিতেই রাজ্য সরকারের সিদ্ধান্ত, সমাজে উপেক্ষিত, অবহেলিত এবং নানা ভাবে পীড়িত রূপান্তরকামীদের পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে। দেশের ২৮ রাজ্যের মধ্যে এরকম সিদ্ধান্ত এই প্রথম । কেন্দ্র অনুরূপ দৃঢ়তা দেখাতে পারেনি। মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলা আবার গৌরবের মিনার গড়তে অগ্রণী দৃষ্টান্ত স্থাপিত করতে এগিয়ে এল।
❤ Support Us