Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ৪, ২০২৪

বাংলায় সবুজ ঝড়।কেন্দ্রে সরকার গড়তে জোটই ভরসা বিজেপির

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলায় সবুজ ঝড়।কেন্দ্রে সরকার গড়তে জোটই ভরসা বিজেপির

এবারের লোকসভা নির্বাচনে সব সমীক্ষায় অনেকটাই এগিয়ে রাখা হয়েছিল এনডিএ জোটকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ৪০০ আসনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাঁর সেই স্বপ্ন যে পূরণ হবে না, দুপুরের মধ্যেই পরিষ্কার। বাংলাতে যেমন সবুজ ঝড়ের কাছে বিপর্যস্ত গেরুয়া শিবির তেমনি কয়েকটা রাজ্য বাদ দিলে গোটা দেশের পরিস্থিতিও আশাব্যঞ্জন নয়।

ভারতীয় রাজনীতিতে একটা কথা প্রচলিত রয়েছে, দিল্লির মসনদে যেতে গেলে উত্তরপ্রদেশের হাত ধরে যেতে হয়। রাজ্যে ক্ষমতায় রয়েছে যোগী আদিত্যনাথ সরকার। এবার লোকসভা নির্বাচনে সেই উত্তরপ্রদেশেই বিপর্যস্ত বিজেপি। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং কংগ্রেস ব্যাপক প্রভাব ফেলেছে। আমেথি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন স্বয়ং বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

শুধু উত্তরপ্রদেশেই নয়, বেশ কয়েকটা রাজ্যে দুপুর পর্যন্ত পিছিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। উত্তরপ্রদেশে ৮০ আসনের মধ্যে সমাজবাদী-কংগ্রেস জোট ৪৪টি আসনে এগিয়েছিল এবং বিজেপি এগিয়েছিল ৩৫টা আসনে। তেলেঙ্গানায় অবশ্য সেয়ানে সেয়ানে লড়াই চলছে। কংগ্রেস ও বিজেপি দুই দলই ৮টি করে আসনে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে অবশ্য চূড়ান্ত বিপর্যস্ত বিজেপি। এআইএডিএমকে-র সঙ্গে বোঝাপড়া কাজে আসেনি। ৩৯টা আসনের মধ্যে ৩৮ টি আসনে এগিয়ে ডিএমকে-কংগ্রেস জোট। মাত্র একটা আসনে বিজেপি। তবে অন্ধ্রপ্রদেশে ভালো ফল করতে চলেছে বিজেপি। ২১ টা আসনে এগিয়ে রয়েছে।

ভারত জোড়ো যাত্রায় কর্ণাটকে রাহুল গান্ধি যেভাবে সাড়া পেয়েছিলেন, কংগ্রেসের কিন্তু আশানরূপ ফল হচ্ছে না। দুপুর পর্যন্ত মাত্র ১০টা আসনে এগিয়েছিল কংগ্রেস আর বিজেপি এগিয়েছিল ১৮টি আসনে। হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ত্রিপুরা, আসামে অবশ্য ভালো ফল করতে চলেছে এনডিএ জোট। ওডিশায় বিজু জনতা দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বেশ কয়েকটা আসনে জিততে চলেছে বিজেপি। মহারাষ্ট্রে অবশ্য বিজেপিকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে ইন্ডিয়া জোট। এমডিএ জোট এগিয়ে ছিল ১৮টি আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোট ২৯টি আসনে। মধ্যপ্রদেশে অবশ্য ইন্ডিয়া জোটকে উড়িয়ে দিয়েছে বিজেপি। একই ছবি গুজরাটেও। রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দিল্লিতে ইন্ডিয়া জোটের কোন আসন পাওয়ার সম্ভাবনা নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!