Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৪, ২০২৪

নূন্যতম খরচে ডায়ালিসিস পরিষেবা, লক্ষপূরণে ম্যারাথন আয়োজন ত্রিধারার

আরম্ভ ওয়েব ডেস্ক
নূন্যতম খরচে ডায়ালিসিস পরিষেবা, লক্ষপূরণে ম্যারাথন আয়োজন ত্রিধারার

ত্রিধারা সম্মিলনীর কথা উঠলেন চোখের সামনে ভেসে ওঠে দুর্গাপুজোর কথা। কিন্তু তার বাইরেও নানা সামাজিক কাজে এগিয়ে আসে ত্রিধারা সম্মিলনী। এবার ডায়াগনিস্ট ও ডায়ালিসিসি সেন্টারের জন্য ম্যারাথনের আয়োজন করেছে। ২০২৫ সালে ৫ জানুয়ারি এই ২১কে ম্যারাথন অনুষ্ঠিত হবে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইমামি গ্রুপ।

শুক্রবার কলকাতার রোয়িং ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই ম্যারাথনের কথা ঘোষণা করা হয়। পাশাপাশি ম্যারাথনের জার্সিও উদ্বোধন করা হয়। জার্সি উদ্বোধনে হাজির ছিলেন রাসবিহারীর মাননীয় বিধায়ক দেবাশীষ কুমার, ইস্টবেঙ্গলের ফুটবলার দিমিত্রিয়স দিয়ামানতাকোস, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শিবোপ্রসাদ মুখার্জি, অভিনেত্রী দেবলীনা কুমার, প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস প্রমুখ।

ম্যারাথনে মোট চারটি বিভাগ রছেছে। ২১কে, ১০কে, ৫কে ও ৩কে। পেশাদার ও অপেশাদার, সবধরণের ক্রীড়াবিদ যারা ফিটনেসের ব্যাপারে উৎসাহী, ইভেন্টে অংশ নেবেন। ২৫০০–র বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ২১ ও ১০কে দেশপ্রিয়া পার্ক থেকে শুরু হবে। এরপর লেক কালি বাড়ি, গোল পার্ক, গড়িয়াহাট ফ্লাইওভার, পার্ক সার্কাস, বালিগঞ্জ সার্কুলার রোড, হাজরা রোড এবং মতিলাল নেহেরু রোডের মতো ল্যান্ডমার্কগুলিকে কভার করে দেশপ্রিয়া পার্কেই শেষ হবে। ৫কে দেশপ্রিয়া পার্ক থেকে গড়িয়াহাট ফ্লাইওভার এবং দেশপ্রিয়া পার্কে ফিরে যাওয়ার একই ছোট পথে আসবে। ৩কে লেক কালী বাড়ি, গোল পার্ক, এবং রাসবিহারী অ্যাভিনিউ হয়ে দেশপ্রিয় পার্কে শেষ হবে।

ত্রিধারা সম্মিলনীর পক্ষ থেকে বিধায়ক দেবাশিস কুমার বলেন, ‘‌ত্রিধারা ম্যারাথনের প্রথম সংস্করণের মাধ্যমে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আমরা কলকাতায় ফিটনেস এবং সৌহার্দ্যকে উন্নীত করার চেষ্টা করছি৷ এই ইভেন্টটি শহরের স্পোর্টিং অ্যাটলাসে একটা ল্যান্ডমার্ক হয়ে উঠতে চলেছে৷ একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার জন্য আমরা সকল স্তরের দৌড়বিদদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটা ডায়ালিসিস সেন্টার চালু করছি। যাতে কম টাকায় রোগীরা ডায়ালিসিস করাতে পারেন। যাদের স্বাস্থ্যস্বাথী কার্ড নেই, তারা যাতে ৫০০ টাকায় ডায়ালিসিস করাতে পারে, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!