- দে । শ
- মার্চ ১৮, ২০২৩
লক্ষ্য পঞ্চায়েত। মমতার নয়া পরিকল্পনা
গরুপাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা তথা বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পরে বীরভূমে দলের কাজকর্ম পরিচালনার দায়িত্বভার নিজের হাতেই রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, শুক্রবার কালীঘাটে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এর আগে বিভিন্ন জেলায় দলীয় সংগঠন দেখভালের দায়িত্ব তুলে দেওয়া হয়ে্ছে বিভিন্ন নেতাদের হাতে। তৃণমূল সুপ্রিমো জেলাগুলির দায়িত্ব বিভিন্ন নেতাদের হাতে তুলে দিলেও তাঁদেরকে ‘পর্যবেক্ষক’ তকমা দেওয়া যাবে না বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগেই পর্যবেক্ষক পদটি তুলে দিয়েছে তৃণমূল। নতুন করে সেই পদ যে ফেরানো হচ্ছে না, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন জেলায় সংগঠনের দায়িত্ব কোন কোন নেতার হাতে তুলে দেওয়া হল। তৃণমূল সূত্রের খবর, মালদহ এবং মুর্শিদাবাদ জেলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী প্রবীণ তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরীর হাতে। উল্লেখ্য, মালদহ ও মুর্শিদাবাদ এই দুই জেলাতেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সংখ্যাগরিষ্ঠ।
এছাড়া হাওড়া, হুগলি জেলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের হাতে। এছাড়া উত্তর দিনাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে। দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্ব তাপস রায়, বাঁকুড়া ও পুরুলিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মলয় ঘটকের হাতে। পূর্ব বর্ধমান ও দার্জিলিংয়ে দলীয় সংগঠন দেখভাল করতেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসকে নদিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্য জেলাগুলির ক্ষেত্রে দলীয় সংগঠন দেখভাল করবেন সংশ্লিষ্ট জেলাগুলির সভাপতি ও চেয়ারম্যানরাই।
পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ নিয়ে চলছে জল্পনা। শুক্রবার দলীয় বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতি শুক্রবার তিনি জেলাভিত্তিক বৈঠক করবেন। এর জেরে ওয়াকিবহাল মহল মনে করছে, পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনের লাগাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই রাখতে উদ্যোগী।
এদিকে আগামী ২৯ মার্চ ধর্মতলায় তৃণমূলের ছাত্র-যুব সমাবেশে মূল বক্তা তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম একত্রে তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব সমাবেশ আয়োজিত হতে চলেছে। সূত্রের খবর, শনিবার দুপুরে ২৯ মার্চের সমাবেশ নিয়ে প্রস্তুতি বৈঠক বসছে তৃণমূল ভবনে।
অভিষেক ছাত্র-যুব সমাবেশে মূল বক্তা হিসেবে থাকছেন বলেই জল্পনার সূত্রপাত হয়, দলে পুরনো নেতাদের গুরুত্ব খাটো হচ্ছে কিনা। এই জল্পনা উড়িয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এনিয়ে অহেতুক জল্পনা চলছে।
তৃণমূল সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র-যুবদের সামিল করানোই এখন তৃণমূলের লক্ষ্য।
❤ Support Us