Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ২৩, ২০২২

বৃহস্পতিবার আগরতলায় জমায়েতের ডাক দিল বামপন্থীরা ।

বৃহস্পতিবার আগরতলায় জমায়েতের ডাক দিল বামপন্থীরা ।

২০১৮-র ফেব্রুয়ারিতে বিধানসভা ভোট হয়েছিল ত্রিপুরায়। তার দুমাস আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বিশাল বড় সমাবেশ ডেকেছিল ত্রিপুরা সিপিএম । আবার তেইশের ভোটের আগে আস্তাবল চলার ডাক দিল বামপন্থীরা। আগরতলা শহরের আস্তাবল ময়দান অনেকের কাছেই ত্রিপুরার বিগ্রেড প্যারেড গ্রাউন্ড নামে পরিচিত। পার্টির ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা আস্তাবল মাঠে সমাবেশের উপস্থিত হয়ে বক্তৃতা রাখবেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট, মানিক সরকার , জিতেন্দ্র চৌধুরীরা । ক্ষমতা চলে যাওয়ার পর এই প্রথম এত বড় জমায়েতের পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা সিপিএম। পর্যবেক্ষকদের মতে, কমিউনিস্ট পার্টিতে সম্মেলন সাংগঠনিক প্রক্রিয়া হলেও ত্রিপুরার ক্ষেত্রে আস্তাবলের এই সমাবেশ ভোটের রেসের মহড়া হয়ে যাবে ।

ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন, আগামীকাল ঐতিহাসিক জমায়েত হতে চলেছে আগরতলার মাঠে । যা কম্পন করাবে বিজেপির বুকে। পাল্টা ত্রিপুরা বিজেপির মুখপাত্র বলেছেন, সিপিএম কাল কত লোক জোগাড় করতে পারে সেটাই দেখার। শূন্যে আওয়াজ ছুঁড়ছে ওরা। বাস্তবে ওদের সংগঠন বলে অবশিষ্ট কিছু নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!