শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ত্রিপুরায় ঘাস ফুলের রাজনৈতিক খুঁটি আরো শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত হতে পারে। অন্তত, ভোট পরবর্তী সমীক্ষায় তেমনই ইঙ্গিত। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত অখ্যাত এক সংস্থার সমীক্ষা অনুসারে, ৬০ আসনের মধ্যে তৃণমূলের পাবে ১২। ভোটের রেজাল্টে ভালো জায়গায় থাকতে পারে বাম-কং জোট। বিজেপি-আইপিএফটি জোটের ক্ষমতায় ফেরা নিয়ে সংশয় রয়েছে। সমীক্ষকদের ধারণা, নির্বাচনী ফলাফলে ফ্যাকটর হতে পারে ত্রিপ্রা মথা। সেক্ষেত্রে, ভোট পরবর্তী রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে উঠতে পারে। ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34