Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৩

বিক্ষিপ্ত অশান্তি সত্ত্বেও ত্রিপুরা ভোট শান্তিপূর্ণ। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপি কংগ্রেসকে কমিশনের নোটিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিক্ষিপ্ত অশান্তি সত্ত্বেও ত্রিপুরা ভোট শান্তিপূর্ণ। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপি কংগ্রেসকে কমিশনের নোটিশ

মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হল ত্রিপুরার ভোট। দুপুর তিনটে পর্যন্ত ভোটের হার ছিল ৬৯.৯৬ শতাংশ। বেশ কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। তবে প্রশাসনিক তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভোট শেষে নির্বাচন কমিশনও জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে দায়বদ্ধ ছিল কমিশন সেই লক্ষ্য অনেকটাই পূরণ করা গেছে। যদিও বিরোধীদের দাবি, শাসক দল বিজেপি নানা জায়গায় হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে মানুষের ভোটদানে বাধা দিতে চেয়েছে। বহু বুথে বিরোধী এজেণ্ট বসতে গেলে তাদেরকে তুলে দেওয়া হয়েছে, দাবি বাম-কংগ্রেস শিবিরের। কয়েকটি জায়গায় ইভিএম সঠিক ভাবে কাজ করছিল না। সেখানেও দ্রুত পদক্ষেপ নেয় কমিশন। বদল করা হয় ইভিএম।

অন্যদিকে, ভোটের সময় নির্বাচনী প্রচার চালানোর জন্য বিজেপি ও কংগ্রেসকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। ভোটের দিন সকালে নিজের টুইটার হ্যাণ্ডেল থেকে পদ্মে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছিলেন বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া। বিষয়টি নজর এড়ায়নি কমিশনের। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি দুদিন আগেই চালু হয়ে গেছে। তারপর তা লংঘন করা হয় কীভাবে? শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে এই মর্মে বিজেপি নেতার ব্যাখ্যা চেয়েছে কমিশন।

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধেও। বৃহস্পতিবার ভোটের দিন ১১ টা ৪২ মিনিটে দলীয় টুইটার হ্যাণ্ডেল থেকে থেকে নিজ দলকে সমর্থন করবার কথা জানায় কংগ্রেস। তাঁকেও চিঠি পাঠিয়েছে কমিশন। উভয় দলই জনপ্রতিনিধিত্ব আইন,১৯৫১ এর বিধি ভঙ্গ করেছে কমিশনের বক্তব্য , নির্বাচনী বিধি লঙ্ঘন করা হলে, যত শীঘ্র দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। কংগ্রেস ও বিজেপিকে নোটিশ ধরানোর মধ্যে কমিশনের সে দৃঢ়তার প্রতিফলন দেখা গেল আজকের নির্বাচনে।


  • Tags:

Read by: 51 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!