Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ২৮, ২০২২

সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন ট্রয় কোটসুর। কিন্তু তিনি অস্কারজয়ী প্রথম শ্রবণশক্তিহীন অভিনেতা নন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন ট্রয় কোটসুর। কিন্তু তিনি অস্কারজয়ী প্রথম শ্রবণশক্তিহীন অভিনেতা নন ।

এবারের অস্কারের মঞ্চ নানা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল। এক দিকে যেমন ক্রিস রক এবং উইল স্মিথের বিতর্ক প্রায় সব কিছুকে ছাপিয়ে গেল, উল্টো দিকে সিনেমাপ্রেমী সব দৃষ্টি কেড়ে নিলেন ট্রয় কোটসুর।শ্রবণশক্তিহীন এই অভিনেতা ‘কোডা’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার সম্মান পেলেন। উপস্থিত সকলেই তাঁকে সম্মান জানাতে উঠে দাঁড়ালেন। মূক ও বধিরদের সাংকেতিক ভাষায় তাঁকে সম্মান জানালেন অনেকেই।
ট্রয়ও মঞ্চ থেকে বুঝিয়ে দিলেন তাঁর বক্তব্য। আলাদা করে বললেন, ‘কোডা’র পরিচালক সিয়ান হেডেরের কথাও। কীভাবে সিয়ান তাঁর কাজটি সহজ করে দিয়েছিলেন, সেকথাও বুঝিয়ে দিলেন।

এর আগে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ট্রয় কোটসুর। তার মধ্যে রয়েছে জিম ক্যারি অভিনীত ‘দ্য নাম্বার ২৩’ এবং ‘ইউনিভার্সাল সাইন’-এর মতো ছবি। ছোটপর্দাতেও ‘স্ট্রং মেডিসিন’, ‘ক্রিমিনাল মাইন্ডস’-এর মতো জনপ্রিয় শোয়ে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ট্রয় প্রথম শ্রবণশক্তিহীন অভিনেতা নন, যিনি এই পুরস্কারটি পেলেন।

মার্লি বেথ ম্যাটলিন ,চিলড্রেন অব আ লেসার গড (১৯৮৬) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন।

১৯৮৬ সালে ‘চিলড্রেন অব আ লেসার গড’ ছবির জন্য অস্কার পান অভিনেত্রী মার্লি ম্যাটলিন। তিনিও শ্রবণশক্তিহীন। অস্কারের মঞ্চে সেই প্রথম বার কোনও শ্রবণশক্তিহীন অভিনেতা বা অভিনেত্রী পুরস্কৃত হয়েছিলেন। ট্রয় এই পুরস্কার পাওয়ায় দ্বিতীয় বার কেউ এটি পেলেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!