- দে । শ
- অক্টোবর ৬, ২০২৩
“আপনি উচ্ছিষ্ট, দেশকে উচ্ছন্নে পাঠিয়েছেন”, কানাডার রাজপথে দেশের নাগরিকের তোপের মুখে ট্রুডো

দেশের সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে রাজপথে নেমেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করছিলেন দিব্বি। তারই মধ্যে ঘটে গেল অঘটন। এক ব্যক্তির সঙ্গে করমর্দন করতে ট্রুডো হাত বাড়াতেই প্রধানমন্ত্রীর মুখের উপর ওই ব্যক্তি সটান বলেন,”আমি আপনার সঙ্গে হাত মেলাব না। কারণ আপনি উচ্ছিষ্ট। গোটা দেশকে উচ্ছন্নে নিয়ে গিয়েছেন আপনি।”
Trudeau gets confronted by a Toronto mans: “I’m not shaking your hand… you f*cked up this entire country”.
What do you think? pic.twitter.com/rvQux8VScn
— Efrain Flores Monsanto 🇨🇦🚛 (@realmonsanto) October 5, 2023
এবার নিজের দেশেই খালিস্তানি জঙ্গি হারদীপ সিং নিজ্জার খুনের নেপথ্যে ভারতের ভূমিকা রয়েছে- এই অভিযোগ করার জন্য অপদস্ত হলেন ট্রুডো। এর আগে কানাডায় খালিস্তানি জঙ্গি হত্যার জন্য ভারতকে দুষে আন্তর্জাতিক মহলে যথেষ্ট চাপের মধ্যে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার শেষ পর্যন্ত নিজের দেশের নাগরিকদের তোপের মুখে পড়লেন তিনি। প্রকাশ্য রাস্তায় কানাডার এক নাগরিক প্রধানমন্ত্রী ট্রুডোকে সাফ বলেন, ট্রুডোর জন্যই দেশের সর্বনাশ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, শরণার্থী থেকে শুরু করে একাধিক সমস্যায় জর্জরিত কানাডা। এখনই নির্বাচন হলে প্রধানমন্ত্রী গদি হারাবেন ট্রুডো, এমনটাই মত কূটনৈতিক অভিজ্ঞদের।
দেশের এক নাগরিকের মুখে এমন অভিযোগ শুনে ট্রুডো পালটা প্রশ্ন করেন, “আমি কীভাবে দেশকে উচ্ছন্নে পাঠিয়েছি?” ওই ব্যক্তির সাফ উত্তর, বসবাসের জন্য যথাযথ ঘর পাচ্ছেন না কানাডার মানুষ। কার্বন নিসঃরণের উপরেও কর বসানো হয়েছে। অথচ প্রধানমন্ত্রীর নিজের গাড়ি থেকেই ব্যাপক পরিমাণে কার্বন দূষণ ঘটে থাকে। যদিও নিজের সরকারের দায় ঝেড়ে ফেলে স্থানীয় প্রশাসনের উপর এই দায় চাপান ট্রুডো। তবে দেশের মানুষের কাছেও যে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন প্রধানমন্ত্রী, এই ঘটনাতেই সেটা স্পষ্ট হয়ে গেল।
এদিকে ওই প্রতিবাদী ব্যক্তির সঙ্গে কথা বলার পরে তাঁকে কটাক্ষও করেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তাঁর দাবি, রাশিয়ার সংবাদমাধ্যমের খবর শুনেই এমন অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি। এই ঘটনার ভিডিও প্রকাশ হতেই নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। কানাডার অধিকাংশ মানুষের মতে, যাবতীয় সমস্যার দায় ভ্লাদিমির পুতিনের ঘাড়ে চাপিয়ে নিজে সাধু সাজতে চাইছেন ট্রুডো। ট্রুডোর কোনও কারসাজি যে তাঁর দেশের মানুষ ভালো চোখে দেখছে না, রাজপথে এক নাগরিকের প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর পড়ার ঘটনাই সেটা প্রমাণ করছে।
❤ Support Us