- দে । শ
- ডিসেম্বর ৯, ২০২৪
চিকিৎসার গাফিলতিতে মৃত্যু

ঠিকঠাক চিকিৎসা না মেলায় একাদশের এক ছাত্রীর মৃত্যুর অভিযোগকে ঘিরে চরম উত্তেজনা কাটোয়া মহকুমা হাসপাতালে। মৃত ছাত্রী দীপ্তি ঘোষ (১৭) কাটোয়ার গাজিপুর পঞ্চায়েতের দেয়াশিন গ্রামের বাসিন্দা। দীপ্তির বাবা তাপস ঘোষ ও মা চায়না ঘোষের সঙ্গে কথা বলে জানা গেল, প্রবল জ্বর, বুকে ও মাথায় তীব্র ব্যথা নিয়ে দীপ্তিকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু একবারের বেশি কোনও ডাক্তারের দেখা মেলেনি। স্যালাইন ঠিকঠাক দেওয়া হয়নি। নার্সকে বারবার বলা সত্ত্বেও কথা কানে তোলেননি। শেষমেশ একটা ইঞ্জেকশন দেয়। তারপর থেকেই দীপ্তির অবস্থার অবনতি হতে থাকে। গত সন্ধ্যায় মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দীপ্তির আত্মীয়স্বজন। দোষীদের কঠোর শাস্তির দাবি করতে থাকেন। পুলিশ এসে পরিস্থিতি সামলায়। হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। একজন নার্সকে শোকজ করা হয়েছে।’
খড়ের পালুইয়ে আচমকা আগুন। কাটোয়া ২নং ব্লকের পলসোনা অঞ্চলের কুয়ারা গ্ৰামের ঘটনা। পালুইয়ের মালিক অরূপ ঘোষ জানান, ২০ বিঘা জমির প্রায় ৪০ কাহন খড় ছিল ২টি পালুইয়ে। দুটি পালুই-ই ভস্মীভূত। ক্ষতির পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল, তদন্ত করছে দমকল। অরূপবাবু জানান, ‘আমার বিশাল ক্ষতি হয়ে গেলো। ঋণ করে চাষ করেছিলাম। সকারারের কাছে যাতে ক্ষতিপূরণ পাই, সেই আবেদন জানাচ্ছি।’
❤ Support Us