- এই মুহূর্তে দে । শ
- মে ৮, ২০২৪
জোড়া কৃতিত্ব উচ্চমাধ্যমিকের যমজ কৃতীর, আনন্দে ভাসছে চুঁচুড়ার ষষ্ঠীতলা

আজ প্রকাশিত হল ২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। ছেলেরা এবারে পাশের হারে মেয়েদের থেকে এগিয়ে । মোট ৫৮ জন এবারে প্রথম একাদশ সম্ভাব্য মেধাতালিকায় স্থান করে নিয়েছে। এই পর্যন্ত সব খবর বিভিন্ন সংবাদমাধ্যমের সৌজন্যে সবার জানা। কিন্তু খবরের ভেতরেও কিছু অবাক করার মতো খবর থাকে যা বিস্ময়ের সৃষ্টি করে।
যেমন, এইবারে মেয়েদের মধ্যে প্রথম এবং মেধাতালিকায় চতুর্থ হয়েছে চুঁচুড়ার স্নেহা ঘোষ, কোচবিহার সুনীতি অ্যাকাডেমির প্রতীচীর সাথে যুগ্ম ভাবে। এই মেধাতালিকায় দশম স্থানে আছে সোহা ঘোষ, সম্পর্কে সে স্নেহার যমজ বোন।এই খবরে যারপরনাই খুশি চুঁচুড়ার মানুষজন। চন্দননগর কৃষ্ণভামিনী নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী এই দুজন মেধাবী বলে এলাকায় পরিচিত। মধ্যবিত্ত পরিবারের মেয়ে দুটি ছোট থেকেই পড়াশোনা ভালোবাসে। স্নেহা বলে, ‘নিজের নামটা মেধাতালিকায় শোনার পর সোহার নাম শুনব বলে অপেক্ষায় ছিলাম। শেষমেশ ওর নাম শুনে শান্তি পেলাম।’ দুজনেরই বক্তব্য ,ফল ভালো হওয়ার আশা করলেও মেধাতালিকায় নাম থাকবে এমন আশা করেনি। দুজনেই অর্থনীতির গবেষক হওয়ার স্বপ্ন দেখছে।
এর আগে যমজদের মধ্যে এমন অদ্ভুত মিলের নজির বিরল না হলেও আশ্চর্যের তো বটেই।
কেরালায় একটি আস্ত গ্রাম আছে যেখানকার সব বাসিন্দা যমজ। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই যমজ ভাইয়ের বয়স যখন মাত্র চার সপ্তাহ তখন তাদেরকে আলাদা আলাদা পালক পরিবারে দিয়ে দেওয়া হয়। তারা বড় হবার পর জানতে পারেন যে তারা যমজ ।তাদের দুজনেরই নামই ছিল “জিম”, একজন জিম লুইস এবং অন্যজন জিম স্প্রিঙ্গার। দুজনেরই উচ্চতা ৬ ফুট এবং ওজন ১৮০ পাউন্ড। দুজনেরই পোষা কুকুরের নাম ছিল “টয়”। দুজনের প্রথম স্ত্রীর নাম ছিল লিন্ডা এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল বেটি। একজনের ছেলের নাম ছিল “জেমস আলেন” এবং অপরজনের ছেলের নাম “জেমস আলেন” । দুজনেই একই সংস্থার পানীয় ব্যবহার করতেন। দুজনেরই নখ কামড়ানোর অভ্যাস ছিল এবং মাইগ্রেনের সমস্যা ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা এদেশের পশ্চিমবঙ্গের হুগলী জেলার চুঁচুড়ার গরবাটি ষষ্ঠীতলার স্নেহা ঘোষ আর সোহা ঘোষ হোক, যমজেরা বরাবরই ভাবিয়েছে বিজ্ঞানীকুলকে , তাদের মধ্যেকার অস্বাভাবিক সাদৃশ্য বা বৈসাদৃশ্য নিয়ে। এখন দেখার ভবিষ্যতেও একই পথে চলতে পারে কিনা এই দুই যমজ বোন সেইদিকেই তাকিয়ে আছে তাদের পরিবার, প্রতিবেশীরা।
❤ Support Us