- এই মুহূর্তে
- জুন ২৮, ২০২২
ভাবতে, রানা আইয়ুবের টুইট নিষিদ্ধ।টুইটারের সিদ্ধান্তে অবাক টেনিসের মার্টিনা
টুইটারের সিদ্ধান্তে অবাক টেনিসের মার্টিনা

বিশিষ্ট কলম লিখিয়ে রানা আইয়ুবের টুইটার হ্যান্ডেল ভারতে আপাতত বন্ধ রেখে টুইটার কর্তূপক্ষ আত্মপক্ষ সমর্থন করে বলেছে, ভারতের আইনকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে । টুইটারের কর্মকাণ্ডে বিস্মিত, আহতবোধ করে প্রাক্তন টেনিস তারকা মার্টিনা নাড়াতিলোভা বলেছেন, যা চলছে, তা ভয়ঙ্কর। এরপর আমাদের কী দেখতে হবে!এ বছর, ফেব্রুয়ারিতে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে রানার বিরুদ্ধে । সঙ্গে সঙ্গে ওয়াশিংটন পোস্টের তুঘোড় কলমচির ১ কোটি ৭৭ লাখ টাকা বাজেয়াপ্ত করে দেয় ইডি।
❤ Support Us