- ভা | ই | রা | ল
- জুলাই ৬, ২০২২
ভয়ঙ্কর ঝড়ে পরস্পরকে আঁকড়ে, ভালবাসার বন্ধন শেখাল দু’টি পাখি

ছত্তীসগঢ়ের এক আইপিএস অফিসার নাম, দীপাংশু কাবরা টুইটারে শেয়ার করেছেন এক সুন্দর দৃশ্যের ভিডিও যা দেখে তাজ্জব দর্শকেরা । তাঁরা বলছেন, পরিস্থিতি প্রতিকূল হলেও কী ভাবে বাঁচতে হয় তা প্রকৃতিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে । ভিডিয়োটিতে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে গাছের নীচে একটি তারে বসা দু’টি ঘুঘু পাখিকে। দু’জনেই একে অন্যের গা ঘেঁষে বলে আছে। ঝড় আটকাতে একজনকে আরেকজনের আড়াল করছে ডানা দিয়ে। ভিডিওটি পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ১৮ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে । ১০ হাজার মানুষ ভিডিয়োটি শেয়ার করেছেন । পছন্দ করেছেন ৬৫ হাজার মানুষ।
जीवन में कितने भी आँधी-तूफान आयें, जो सच में अपने होते हैं, वो और मज़बूती से साथ खड़े होते हैं. pic.twitter.com/nqtj227u6h
— Dipanshu Kabra (@ipskabra) July 5, 2022
ভিডিয়োর ক্যাপশনে ওই আইপিএস অফিসার লিখেছেন, ‘জীবনে যত বড় ঝড়ই আসুক, যারা সত্যি কাছের মানুষ তারা এ ভাবেই সবটুকু দিয়ে পাশে থাকে।’ ভিডিয়োটি দেখে কেউ লিখেছেন, ‘প্রকৃতির থেকেই জীবনের শিক্ষা পাওয়া যায়’। তো কেউ বলেছেন, ‘যত জোড়ালো ঝড় তত জোড়ালো সম্পর্কের বাঁধন।’
❤ Support Us