- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৮, ২০২৩
মেচেদা বাজারে আগুন, মৃত ২

বুধবার পূর্ব মেদিনীপুরের মেচেদা রেল স্টেশন সংলগ্ন একটি বাজারে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলকে খবর দেওয়া হয়।বাজারে আগুন লাগার সংবাদ পাওয়ার কিছুক্ষণ পরেই দুজন দমকল কর্মী এসে হাজির হন। টানা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন তাঁরা। দমকল বাহিনী সূত্রে জানানো হচ্ছে যে দু জন ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছেন। বাজারের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকবাসীরা জানাচ্ছেন,যে ওই বাজারে বহু দিন ধরে দাহ্য বস্তু রাখা হচ্ছিল। তাদের অনুমান সেখান থেকেই এই বিপত্তি। স্থানীয় পুলিশ অবশ্য পূর্ণাঙ্গ তদন্তের আগে এ ব্যাপারে কোনো তথ্য সংবাদ মাধ্যমকে জানাতে চাননি।
❤ Support Us