- প্রচ্ছদ রচনা
- জুন ১৬, ২০২২
বর্ষণে আবার বিপর্যস্ত অসম। ধস নামছে। বাড়ি চাপা পড়ে মৃত ২ নাবালক ।

অসমে আবার প্রবল বর্ষণ আর ধস । ধসে বাড়ি চাপা পড়ে গোয়ালপাড়া জেলায় ২ নাবালক মৃত্যু হয়েছে। আহত বহু । ঘটনাস্থলে ছুটে গেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গত তিনদিন জুড়ে এ নিয়ে ধসের শিকার হয়েছেন ছয় জন। অঝোর বর্ষণ বাড়ছে। পরিস্থিতি আরও মর্মান্তিক হয়ে উঠতে পারে। জলমগ্ন কয়েকটি গ্রাম। ধস নেমেছে গুয়াহাটির বিভিন্ন এলাকায়।
অসমে এ পর্যন্ত বন্যায় মৃত ৪২ । আহত কয়েকশো। বানভাসি হাজার হাজার মানুষ। প্রবল বৃষ্টির কারণে গত এক মাস অসমের চতুষ্কোন জলমগ্ন হয়ে পড়ে। বিছিন্ন ছিল সড়ক ও রেল যোগাযোগ। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই বিপর্যয় আকাশ নেমে এল নীচে ।
এবার মেঘালয়ের জাতীয় সড়কে আবার ধস নামছে। আবার যোগাযোগ ছিন্ন হয়ে পড়বে বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম আর নাগাল্যান্ড মনিপুরের সমতল অঞ্চল ।
❤ Support Us