Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১, ২০২৩

কেজরিওয়াল মন্ত্রীসভায় রদবদল।সত্যেন্দ্র, সিসোদিয়ার পদত্যাগে আসতে পারেন অতীশি এবং সৌরভ ভরদ্বাজ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেজরিওয়াল মন্ত্রীসভায় রদবদল।সত্যেন্দ্র, সিসোদিয়ার পদত্যাগে আসতে পারেন অতীশি এবং সৌরভ ভরদ্বাজ

২০২০ সালে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি ফের দিল্লিতে সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সময়টা ভালো যাচ্ছে না। দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জেল থেকেই মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। আবগারি দুর্নীতি মামলায় আপ সরকারের জেলবন্দি উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়ার বক্তব্য, অভিযোগ থেকে রেহাই না পাওয়া পর্যন্ত মন্ত্রিসভা থেকে সরে যেতে চান তিনি।

এক বছরেরও কম সময়ে কেজরিওয়ালের মন্ত্রীসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য গ্রেফতার হলেন। গত মে মাসে আর্থিক বেনিয়ম সংক্রান্ত অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ইতিমধ্যে জেলবন্দি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও কেজরিওয়ালের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

দিল্লি সরকারের মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও ছিলেন আরও ছয় মন্ত্রী। এক বছরেরও কম সময়ে মন্ত্রীসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য ইস্তফা দেওয়ায় কেজরি মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন পাঁচে এসে ঠেকেছে।
মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের ইস্তফাপত্র গ্রহণ করে কেজরিওয়াল তা প্রথামাফিক দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে পাঠিয়ে দিয়েছেন । লেফটেন্যান্ট গভর্নর ইস্তফাপত্র দুটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে চলেছেন ।

এই পরিস্থিতিতে আপের দুই বিধায়ক সৌরভ ভরদ্বাজ এবং অতীশিকে মন্ত্রিসভায় আনতে পারেন কেজরিওয়াল। অতীশি আপের মহিলা বিধায়ক। অতীশি মন্ত্রিসভায় ঠাঁই পেলে তিনি একমাত্র মহিলা মন্ত্রী হিসেবে কাজ করবেন।
মন্ত্রীসভায় জায়গা পেতে চলা সম্ভাব্য দুই আপ নেতাকে রাজধানীতে জল্পনা চললেও, কবে ওঁরা শপথ নেবেন, এব্যাপারে নির্দিষ্ট দিনক্ষণ কিছু ঘোষণা করেননি কেজরিওয়াল।

রাজ্যের দুই মন্ত্রী দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পরে আপ নেতা ও বিধায়কদের দাবি, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পাচ্ছে বিজেপি। কেজরিকে চাপে রাখতেই রাজ্য মন্ত্রিসভার দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এটা নিছকই বিজেপির ষড়যন্ত্র। ওঁদের দুজনকেই মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!