- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৪, ২০২৪
বীরভূমে ডাইনি অভিযোগে পিটিয়ে খুন দুই মহিলাকে। গ্রেফতার ৬

ফের ডাইনি অভিযোগে পিটিয়ে খুন করা হলো বীরভূমের ময়ূরেশ্বরের হরিশরা আদিবাসী পাড়ায়। গত ৩ দিন ধরে ওই দুই মহিলা নিখোঁজ ছিলেন। শুক্রবার গ্রামের সেচ খালে তাঁদের দেহ ভাসতে দেখা যায়। তথ্য প্রমাণের ভিত্তিতে ডাইনি সন্দেহে খুনের বিষয়টিই উঠে আসছে। মৃত লোদগি কিস্কু (৬০) এবং ডলি সোরেন হরিশড়া আদিবাসী পাড়ার বাসিন্দা। অভিযোগ, দুজনকেই বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এখানেই শেষ নয়, দুজনকেই কান্দরের জলে ভাসিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে।
গোটা রাজ্য যেখানে উত্তাল নারী নিরাপত্তার প্রশ্ন নিয়ে, সেই সময়ও একের পর এক উঠে আসছেো ধর্ষণ, খুন, ডাইনি সন্দেহে খুনের মতো বর্বরতার ছবি। পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার অবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
৩ মাস আগেও মালদাতে এই ডাইনি সন্দেহে খুনের প্রচেষ্টার স্বীকার হয়েছিলেন আরো একজন মহিলা।বীরভূমের এই ঘটনায় পুলিশ জানায়, দিন কয়েক আগে দুই আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়েছিলেন গ্রামের মোড়ল এবং মাথারা। বেধড়ক মারধরও করা হয়েছিল। মোড়ল-সহ ৬ জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে রামপুরহাট মর্গে পাঠিয়েছে।উঠে আসছে বহু প্রশ্ন, নির্যাতনের কথা পুলিশ আগে জানতে পারেনি কেন, জানতে পারলে যে বা যারা এই কাজের সাথে যুক্ত ছিল তারা গ্রেপ্তার হয়নি কেন? প্রশ্ন উঠছে কুসংস্কার দূরীকরণ নিয়ে কোনো প্রচার বা প্রকল্প কেন গ্রহণ করা হচ্ছে না এখনো?
বীরভূমের এই গ্রামে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। চলছে দফায় দফায় পুলিশি টহল।
❤ Support Us