- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৪, ২০২৪
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতীয় দলে বাংলার যুধাজিৎ, চমক ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী

সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত। এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তার আগেই মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। তবে সিনিয়রদের ক্রিকেটে নয়। ৩০ নভেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। বাংলা থেকে সুযোগ পেয়েছেন জোরে বোলার যুধাজিৎ গুহ। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মহম্মদ আম্মান।
ভারতীয় জুনিয়র নির্বাচক কমিটি ১৫ জনের দল বেছে নিয়েছে। সুযোগ পেয়েছে : আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, সি আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আম্মান (অধিনায়ক), কিরণ চরমালে (সহ অধিনায়ক), প্রণব পন্থ, হরবংশ সিং পাঙ্গালিয়া (উইকেটকিপার), অনুরাগ কাওডে (উইকেটকিপার), হার্দিক রাজ, মহম্মদ এন্নান, কেপি কার্তিকেয়, সমর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার। ভারতীয় দলে চমক ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সেই রনজি অভিষেক হয়েছে। ইতিমধ্যেই খেলে ফেলেছেন ৫টি রনজি ম্যাচ। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধেও খেলেছেন। সেই ম্যাচে ১০৪ রানের ইনিংস খেলেছিল।
ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান, জাপান ও আয়োজক সংযুক্ত আরব আমিরশাহী। গ্রুপ ‘বি’–তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। ৩০ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচ শুরু। ভারতের পরের দুটি ম্যাচ ২ ও ৪ ডিসেম্বর, জাপান ও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। দুটি ম্যাচই শারজায়। ৬ ডিসেম্বর দুটি সেমিফাইনাল রয়েছে দুবাই ও শারজায়। ফাইনাল ৮ ডিসেম্বর দুবাইয়ে। প্রতিযোগিতা শুরুর আগে ২৬ নভেম্বর বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
❤ Support Us