Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১০, ২০২২

‌কাতারের বিশ্বকাপের মঞ্চেই প্রাণ হারালেন মার্কিন ক্রীড়া সাংবাদিক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কাতারের বিশ্বকাপের মঞ্চেই প্রাণ হারালেন মার্কিন ক্রীড়া সাংবাদিক

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আর কভার করা হল না সিবিএস স্পোর্টসের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গ্র‌্যান্ট ওয়াহলের। বিশ্বকাপের মঞ্চেই মারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্রীড়া প্রতিবেদক। শুক্রবার দোহায় আর্জেন্টিনা–হল্যান্ড ম্যাচ শেষে সাংবাদিকদের জন্য সংরক্ষিত জায়গায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
৪৮ বছর বয়সী গ্র‌্যান্ট ওয়াহল একসময় স্পোর্টস ইলাস্ট্রেটেডে কাজ করতেন। ১৯৯৬ সালে স্পোর্টস ইলাস্ট্রেটেড স্পোর্টস প্রকাশনায় যোগ দেন। ২০২০ সাল পর্যন্ত ম্যাগাজিনে ছিলেন। এরপর সিবিএস স্পোর্টসে যোগ দেন। কয়েক দশক ধরে প্রাণবন্ত প্রতিবেদনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা তৈরি করতে সহায়তা করেছিলেন গ্র‌্যান্ট।
তিনি একজন প্রতিবাদী চরিত্রও। বিশ্বকাপের শুরুতেই রেইনবো শার্ট পরে সমকামিতার পক্ষে বার্তা দিয়ে কাতার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ২১ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েলস ম্যাচে একটা রেইনবো শার্ট পরেছিলেন। সেই শার্টে সমকামীদের অধিকারের সমর্থনে লেখা ছিল।
ওয়াহলের স্ত্রী সেলিন গাউন্ডার একজন বিখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ। স্বামীর মৃত্যুতে তিনি একেবারেই ভেঙে পড়েছেন। বিশ্বকাপ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন ওয়াহল। বুকের ব্যাথার জন্য তিনি কাতারের মিডিয়া সেন্টারের একটা ক্লিনিকে চিকিৎসা করিয়েছিলেন। চিকিৎসকরা বলেছিলেন, তাঁর ব্রঙ্কাইটিস হয়েছে। কিছু অ্যান্টিবায়োটিক এবং কাশির সিরাপ দেওয়া হয়েছিল ওয়াহলকে। ওষুধ খেয়ে কিছুটা সুস্থ বোধ করেন তিনি। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!