- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৯, ২০২৪
বিশ্বকাপ ফাইনালে আবার মুখোমুখি ভারত–অস্ট্রেলিয়া, প্রতিশোধের সুযোগ শচীন, উদয়দের সামনে
দাদাদের হারের প্রতিশোধ নিতে পারবে কি ভাইরা? সেই সুযোগ এসেছে উদয় সাহারান, শচীন ধাসদের সামনে। আবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। তবে এবার আর সিনিয়রদের বিশ্বকাপে নয়, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। বৃহস্পতিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে শেষ ওভারে ১ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগেই ফাইনালে উঠেছে ভারত। রবিবার ফাইনাল।
বাংলাদেশের বিরুদ্ধে সুপার সিক্সের শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পড়তে হয়েছিল পাকিস্তানকে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ছবিটা বদলায়নি। প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। আজম আওয়াইস ও আরাফত মিনহাস দুজনই করেন ৫২ রান। এই দুই ব্যাটার ছাড়া দু’অঙ্কের রানে পৌঁছন শামিল হুসেন। তিনি করেন ১৭। বাকিরা দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করে ২৪ রানে ৬ উইকেট তুলে নেন টম স্ট্র্যাকার।
অল্প রানের পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করেন পাকিস্তান বোলাররা। শেষ ওভারের আগে পর্যন্ত বোঝা যায়নি ম্যাচের ভাগ্য কোনদিকে গড়াবে। একসময় ১০২ রানে ৫ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অলিভার পিক ও টম ক্যাম্পবেল। টম ক্যাম্পবেল (২৫) আউট হওয়ার পর ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলছিল। ১৫৫ রানের মাথায় অলিভার পিককে (৪৯) তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন আলি রাজা। এরপর ৪৬ তম ওভারে টম স্ট্র্যাকার (৩) ও মাহলি বেয়ার্ডম্যানকে (০) তুলে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন। কিন্তু আর শেষরক্ষা হয়নি। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ৩ রান। পাকিস্তানের ১ উইকেট। মহম্মদ জিশানের প্রথম বল রাফ ম্যাকমিলানের (অপরাজিত ১৯) ব্যাটের কানায় লেগে উইকেটের গা ঘেঁসে বাউন্ডারিকে পোঁছে যায়। ৫ বল বাকি থাকতে ১৮১/৯ তুলে ফাইনালে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৩৪ রানে ৪ উইকেট নেন আলি রাজা।
❤ Support Us