- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৩০, ২০২৪
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে ২১৪ রানে উড়িয়ে দিল ভারত
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ গতিতে এগিয়ে চলেছে ভারত। সুপার সিক্সের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল। নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ২১৪ রানে। দুরন্ত সেঞ্চুরি করে ভারতের জয়ের ভিত গড়ে দেন মুশির খান।
ব্লোয়েমফন্টেনে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ২৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। আউট হন আরশিন কুলকার্নি (৯)। এরপর ভারতকে টেনে নিয়ে যান আদর্শ সিং ও তিন নম্বরে নামা মুশির খান। জুটি ওঠে ৭৭ রান। ৫২ রান করে আউট হন আদর্শ। অধিনায়ক উদয় শরণকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন মুশির। ৩৪ রান করে আউট হন উদয়। আরাভেল্লি অবনীশ করেন ১৭। দুরন্ত ব্যাটিং করে সেঞ্চুরি পূর্ণ করেন মুশির।
ভারতের নীচের সারির ব্যাটাররা রান পাননি। শচীন ধাস করেন ১৫। মুশিরের সৌজন্যেই ভারত বড় রানের দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ১২৬ বলে ১৩১ রান করে তিনি আউট হন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ রান তোলে ভারত।
ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড ব্যাটাররা। প্রথম বলেই টম জোনসকে (০) তুলে নেন রাজ লিম্বানি। একই ওভারের পঞ্চম বলে ফেরান স্নেহিত রেড্ডিকে (০)। এরপর নিয়মিত ব্যবধানের উইকেট পড়তে থাকে। ২৮.১ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ রান অস্কার জ্যাকসনের ১৯। ভারতের হয়ে ১৯ রানে ৪ উইকেট নেন সৌম্য পাণ্ডে। ২টি করে উইকেট নেন রাজ লিম্বানি ও মুশির খান।
❤ Support Us