- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১০, ২০২৪
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে সামনে অস্ট্রেলিয়া, বড়দের হারের প্রতিশোধের সুযোগ ভারতের
বড়দের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আধিপত্য। গতবছর ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বসেরার তকমা পেয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ছোটদের বিশ্বকাপে আবার ভারতের আধিপত্য। ইতিমধ্যেই পাঁচ–পাঁচবার চ্যাম্পিয়ন। রবিবার ষষ্ঠবার অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামছে ভারত। কাকতালীয়ভাবে ফাইনালে প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। বড়দের বিশ্বকাপে যাদের কাছে হেরে খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মাদের। উদয় সাহারানদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ।
ভারতীয় দল অবশ্য প্রতিশোধের কথা ভাবছে না। লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠা নামার আগে ভারতীয় দলের অধিনায়ক উদয় সাহারান বলেন, ‘আমরা প্রতিশোধের কথা ভাবছি না। অতীতের দিকেও তাকাতে চাই না। বর্তমান নিয়েই ভাবছি।’ ২০১২ ও ২০১৮ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও সামনে সেই অস্ট্রেলিয়া। ভারতের কাছে ফাইনাল সহজ হবে না। কারণ, অস্ট্রেলিয়ার অধিনায়ক হিউ ওয়েবগেন, ওপেনার হ্যারি ডিক্সন, জোরে বোলার টম স্ট্রেকার এবং ক্যালাম ভিডলার চলতি বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভাল পারফরমেন্স করছেন।
ভারতও অবশ্য পিছিয়ে নেই। সেমিফাইনালে রান না পেলেও দারুণ ফর্মে রয়েছেন মুশির খান, আর্শিন কুলকার্নি, আদর্শ সিংরা। সেমিফাইনালে চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়েছিলেন অধিনায়ক উদয় সাহারান ও শচীন ধাস। ফাইনালেও দল এদের দিকে তাকিয়ে। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। ফাইনালে অসিদের বিরুদ্ধে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ভারত।
২০১৬ থেকে প্রতিটা বিশ্বকাপেরই ফাইনালে খেলেছে ভারত। এর মধ্যে ২০১৮ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন। ২০১৬ ও ২০২০ সালে রানার্স। এবার খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছেন উদয় সাহারানরা। বিশ্বকাপের শুরুতে ভারতীয় দলকে ঘিরে অবশ্য ততটা প্রত্যাশা ছিল না। কারণ, কয়েকমাস আগে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ভারত। বিশ্বকাপে গোটা দলটাই বদলে গেছে। কাজে দিয়েছে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলা।
চলতি বিশ্বকাপে ৩৮৯ রান করে এখনও পর্যন্ত ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অধিনায়ক উদয় সাহারান। ফিনিশারের ভুমিকায় শচীন ধাসও দুর্দান্ত। বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি স্পিনার সৌমি পান্ডে। এখনও পর্যন্ত তিনি ১৭ উইকেট তুলে নিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার কাছে ত্রাস হয়ে উঠতে পারেন। এছাড়া জোরে বোলার রাজ লিম্বানি এবং নমন তিওয়ারিও ফাইনালে কার্যকর ভূমিকা নিতে পারেন।
❤ Support Us