Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৫, ২০২৫

যুব কোপা আমেরিকায় জয় দিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা ও ব্রাজিল

আরম্ভ ওয়েব ডেস্ক
যুব কোপা আমেরিকায় জয় দিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা ও ব্রাজিল

যুবদের কোপা আমেরিকায় জয় দিয়ে শুরু করল আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা ২–১ ব্যবধানে হারিয়েছে চিলিকে। অন্য ম্যাচে, ব্রাজিল ১–০ ব্যবধানে জিতেছে উরুগুয়ের বিরুদ্ধে। ম্যাচের শেষ ৩৩ মিনিট ১০ জনে খেলেও দারুণ জয় তুলে নিয়েছে ব্রাজিল।
ভেনেজুয়েলার কারাকাসে বসেছে এবার দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের আসর। কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল আর্জেন্টিনার। কিন্তু গোল আসছিল না। ৩৫ মিনিটে রিভার প্লেটের তারকা ইয়ান সুবিয়াব্রের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪২ মিনিটে মিনিট পরই আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান রিভার প্লেটের আর এক তারকা অগাস্তিন রুবের্তো। ৬১ মিনিটে চিলির হয়ে ব্যবধান কমান জুয়ান রসেল।
কারাকাসেরই ব্রিগিদো স্টেডিয়ামে অন্য ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রাজিল। শুরু থেকেই দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করছিল। আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে উঠলেও কোনও দল গোল করতে পারছিল না। ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৫৭ মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস। ১০ জন হয়ে গেলেও দারুণ লড়াই করছিল ব্রাজিল। অবশেষে ৭৪ মিনিটে প্রতিআক্রমণ ব্রাজিলকে জয়সূচক গোলটি এনে দেন পেদ্রো।
অন্য ম্যাচে, প্যারাগুয়েকে ৪–০ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্টে দ্বিতীয়স্থানে আর্জেন্টিনা। গোলপার্থক্যে কলম্বিয়ার (‍+৪) চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা (‍+১)। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রাজিল (‍+১)। যুবদের এই কোপা আমেরিকায় কোনও নক আউট পর্ব নেই। চূড়ান্ত পর্বে ৬টি দল অংশ নিয়েছে। লিগভিত্তিতে প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। গিল পর্বে যে শীর্ষে থাকবে, তারাই চ্যাম্পিয়ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!