Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১, ২০২৪

‌উবের কাপে চীনের কাছে হেরে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ আটে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌উবের কাপে চীনের কাছে হেরে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ আটে ভারত

পরপর দুটি টাইয়ে কানাডা ও সিঙ্গাপুরকে হারিয়ে আগেই উবের কাপের কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলেছিল ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। তবে গ্রুপ শীর্ষে থাকা হল না আনমোল খার্বদের। গ্রুপ লিগের শেষ ম্যাচে ১৫ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ভারত উড়ে গেল ৫–০ ব্যবধানে। ভারতকে হারিয়ে গ্রুপ শীর্ষে থাকল চীন।
প্রথম সিঙ্গলসে বিশ্ব ক্রমতালিকায় ৮৩ নম্বরে থাকা ইশারানি বড়ুয়াকে ২১–১২, ২১–১০ ব্যবধানে উড়িয়ে দেন অলিম্পিকে সোনাজয়ী ও বর্তমানে বিশ্বের ২ নম্বর তারকা চেন ইউ ফেই। ডাবলসে জাতীয় চ্যাম্পিয়ন প্রিয়া কনজেংবাম ও শ্রুতি মিশ্র জুটিকে ২১–১৩, ২১–১২ ব্যবধানে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জুটি চেন কিং চেন ও জিয়া ই ফ্যান। দ্বিতীয় সিঙ্গলসে ভারতের হয়ে কোর্টে নেমেছিলেন আনমোল খার্ব। ১৭ বছর বয়সী এই ভারতীয় উঠতি তারকা হান ইউয়ের কাছে প্রথম গেমে উড়ে যান ২১–৯ ব্যবধানে। দ্বিতীয় গেম চলাকালীন ৪–১ পয়েন্টে পিছিয়ে থাকার সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান আনমোল। ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
দ্বিতীয় ডাবলসেও ভারতীয় জুটি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সিমরন সিং ও ঋতিকা ঠাকার জুটি ২১–৯, ২১–১০ ব্যবধানে হারে লিউ শেন শু ও তান নিং জুটির কাছে। তৃতীয় সিঙ্গলসে তানভি শর্মা ২১–৭, ২১–১৬ ব্যবধানে হারেন ঝি ইউয়ের কাছে। চীনের কাছে হেরে গ্রুপে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় মহিলা দলকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!