Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৫, ২০২৩

সনাতন বিতর্কে তোপ দাগলেন উদয়নিধি, ‘১০ কোটি লাগবে না, ১০ টাকার চিরুনিতেই হবে’

আরম্ভ ওয়েব ডেস্ক
সনাতন বিতর্কে তোপ দাগলেন উদয়নিধি, ‘১০ কোটি লাগবে না, ১০ টাকার চিরুনিতেই হবে’

ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে সনাতন ধর্মের তুলনা করে বিজেপির তোপের মুখেও নিজের অবস্থানে অনড়। এই আবহে স্ট্যালিন পুত্র উদয়নিধির মুণ্ডু কেটে আনতে ১০ কোটির ঘোষণা করেছিলেন অযোধ্যার এক সাধু। এর জবাবে ফের তোপ দাগলেন উদয়নিধি স্ট্যালিন। বললেন, “১০ কোটি নয়, ১০ টাকার চিরুনিতেই হবে।”

অযোধ্যার তপস্বী চাওয়ানি মন্দিরের প্রধান পুরোহিত পরমহংস আচার্য। তিনি সনাতন বিতর্কে স্ট্যালিনের মুণ্ডু কাটার নিদান দিয়ে সম্প্রতি ১০ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন, এর জবাবে এবার মুখ খুললেন তামিলনাড়ুর মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি স্ট্যালিন। চেন্নাইতে এক সভায় বক্তৃতা রাখার সময় তিনি বলেন, ‘আমি এমন এক ব্যক্তির (করুণানিধি) নাতি যে কি না তামিলনাড়ুর জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে পিছ পা হননি।’

উদয়নিধি এরপর অযোধ্যার সাধুর উদ্দেশে বলেন, ‘শুনলাম পরমহংস আচার্য আমার চুল কামিয়ে ফেলতে সাধু মাথার দাম ১০ কোটি টাকা রেখেছেন। কারণ আমি সনাতন নিয়ে কথা বলেছি। আমি বলতে চাই, আমাকে ১০ টাকার চিরুনি দিলেই হবে।এই ধরনের হুমকি আমাদের কাছে নতুন ময়।’ যদিও সেই সাধু মাথার দাম ১০ কোটি রেখেছেন। তবে যে শব্দ তাতে প্রয়োগ করা হয়েছে, তামিলে তার অর্থ মণ্ডুন করানো বা চুল কামিয়ে ফেলা।

সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি সনাতন ধর্মকে ম্যালেরিয়া, ডেঙ্গির সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর সেই মন্তব্য ঘিরে তারপর তুমুল রাজনৈতিক তরজা শুরু হয় দেশ জুড়ে। বিজেপি অভিযোগ করে, সনাতন ধর্মকে শেষ করার ডাক দিয়েছেন তামিল মন্ত্রী। ভারতের ৮০ শতাংশ মানুষকে গণহত্যা করার ডাক দেওয়া হয়েছে। তবে এত বিতর্কের পরও নিজের অবস্থানে অনড় থেকে তিনি হুংকার দিয়েছেন যে দ্রাবিড়ীয় সংস্কৃতির মাটিতে যাতে সনাতন ধর্ম মাথা তুলে দাঁড়াতে না পারে, তা নিশ্চিত করতে সারাজীবন তিনি লড়াই চালিয়ে যাবেন।

গত সপ্তাহের শনিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে উদয়নিধি বলেছিলেন, ‘বিশেষ ভাষণ প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আমি এই আলোচনাচক্রের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। সনাতন-বিরোধী আলোচনাচক্রের পরিবর্তে আপনারা এই আলোচনাচক্রের নাম দিয়েছেন সনাতন বিলুপ্তি আলোচনাচক্র। যে সিদ্ধান্তের প্রশংসা করছি।’

উদয়নিধি আরও বলেছিলেন, ‘কয়েকটি বিষয়ের বিরোধিতা করা যায় না। সেগুলি শুধুমাত্র ধ্বংস করে ফেলতে হয়। আমরা ডেঙ্গি, মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। আমাদের সেগুলিকে ধ্বংস করে দিতে হবে। ঠিক সেভাবেই আমাদের সনাতনকে নির্মূল করতে হবে। সনাতনের বিরোধিতার পরিবর্তে সেটাকে পুরোপুরি নির্মূল করা উচিত। সংস্কৃত থেকে সনাতন শব্দ এসেছে। যা সামাজিক ন্যায়বিচার ও সাম্যের ধারণার বিরোধী।’


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!