Advertisement
  • Uncategorized এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ২০, ২০২৩

উদ্ধবের উদ্ভাবনী চ্যালেঞ্জ, নির্বাচন কমিশনের উচ্ছেদ দরকার। পদাধিকারীদের ভোট করে বাছতে হবে।

সংকট বাড়ছে, ২৪-এর পর গণতন্ত্রের আসনে বসে পড়বে স্বৈরতন্ত্র।

আরম্ভ ওয়েব ডেস্ক
উদ্ধবের উদ্ভাবনী চ্যালেঞ্জ, নির্বাচন কমিশনের উচ্ছেদ দরকার। পদাধিকারীদের ভোট করে বাছতে হবে।

নাম -প্রতীক হারিয়ে ক্ষুব্ধ উদ্ভব ঠাকরের নিশানায় নির্বাচন কমিশন। যত শীঘ্র সম্ভব কমিশন ভেঙ্গে দেওয়া উচিত, মন্তব্য বালসাহেব পুত্রর।

নির্বাচনের কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে নিজের ক্ষোভ আগে প্রকাশ করেছিলেন উদ্ধব। এবার, সরাসরি কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি তাঁর মতে উঠে যাওয়া উচিত কমিশন। কমিশনের কার্যপ্রণালীতে নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব আছে। তাই তাঁর প্রস্তাব, সাধারণ নির্বাচনের মাধ্যমে ইলেকশন কমিশনারদের বেছে নিতে হবে।

শুক্রবার নির্বাচন কমিশন জানায়, অবিভক্ত শিবসেনার নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে দলের বিদ্রোহী একনাথ শিবির। উদ্ধব গোষ্ঠীকে তাঁদের জন্য নির্ধারিত অস্থায়ী প্রতীক ও নাম ব্যবহার করতে বলে কমিশন। সিদ্ধান্ত মনঃপূত হয়নি উদ্ধব বাহিনীর। সুপ্রিম কোর্টে এ ব্যাপারে দ্রুত শুনানির আবেদন জানান তাঁরা। কিন্তু সোমবার তা খারিজ করে দিয়েছে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। বিচারপতির প্রতিক্রিয়া, মামলাকারীকে আজকের দিনের মেনশনিং লিস্টে থাকতে হবে। ফলে, পিছিয়ে যায় শুনানি।

সোমবার সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন উদ্ধভ ঠাকরে। সেখানে এক বিবৃতিতে তিনি জানান, তাঁর দলের নাম ও প্রতীক চুরি করা হয়েছে। তবে, নিজেকে বালাসাহেবের পুত্র হিসেবে ভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, তাঁর পদবী কেউ কেড়ে নিতে পারেনি। তিনি আরও জানান, নে অবিভক্ত দলের প্রতীক সেই দলের বিবদমান দুটি গোষ্ঠীর একটিকে দেওয়া হচ্ছে- এমন ঘটনা নজির বিহীন।

ভারতে গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন উদ্ধ্বব। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্ররীর কথায়, বর্তমান দেশের যা পরিস্থিতি তা অব্যাহত থাকলে, ২০২৪ সালের পর ভারতে গণতন্ত্র আর থাকবে না। উঠে যেতে পারে নির্বাচন ব্যবস্থা। বাড়তে পারে স্বৈরাচার। তাঁর কথায়, দিল্লি থেকে শিবসেনাকে শেষ করবার যে ষড়যন্ত্র চলছে তা এত সহজে সফল হবে না। হিন্দুত্ব প্রসঙ্গে, বিজেপি ও শিণ্ডে শিবিরের অভিযোগের প্রত্যুত্তরে তিনি বলেন, মতাদর্শের প্রশ্নে কোনো আপোষ কখনও তিনি করেননি। তাঁর কথায়, হিন্দুত্বকে তিনি ত্যাগ কখনও করেননি। বিজেপি যে হিন্দুত্বের কথা বলে, তার সঙ্গে তাঁর দলের মতবাদ ও চিন্তার পার্থক্য আছে। সাংবাদিক সম্মেলনে এ কথাই বোঝানোর চেষ্টা করেন উদ্ধব।


  • Tags:

Read by: 180 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!