Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ২২, ২০২২

সাংসদ-বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক উদ্ধবের ।

মহারাষ্ট্রে সঙ্কট গুরুতর। অভিযোগ, অনৈতিক খেলার পেছনে গেরুয়া রঙ । লক্ষ্য আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
সাংসদ-বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক উদ্ধবের ।

মহারাষ্ট্রে এনসিপি, কংগ্রেস ও শিবসেনা সরকারের সঙ্কট নিয়ে বিধায়ক ও সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আলোচনার বিষয় নিয়ে শাসক পক্ষ মুখ খোলেনি এখনও। সঙ্কট কাটিয়ে ওঠা দুষ্কর । বিজেপি ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। প্রথমে সুরাটের এক হোটেলে তাঁদের ঘেরাটোপে রাখা হয়। আজ সকালে সিন্ডে সহ বিদ্রোহী বিধায়করা গুয়াহাটিতে পৌঁছে যান । বিমান বন্দরে নেমেই সিন্ডে দাবি করেছেন তাঁর সঙ্গে ৪০ জন বিধায়ক রয়েছেন।

গুয়াহাটির এক বিলাসবহুল হোটেলে নিশ্চিদ্র নিরাপত্তা গড়ে তুলে তাঁদের রাখা হয়েছে।এনসিপির সাংসদ সঞ্জয় রাউত দাবি করেছেন, গুয়াহাটিতে অবস্থানরত বিধায়কদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আজ সকালে একনাথের সঙ্গে কথা হয়েছে। একনাথের সঙ্গে উদ্ধবেরও কথা হয়। আরোপিত সঙ্কটের জন্য বিজেপিকে দায়ী করেছেন শারদ পাওয়ার, সঞ্জয় রাউত এবং উদ্ধব ঠাকরে। কংগ্রেসও চুপ করে বসে নেই । কিন্তু ভারতে যে বিরোধী জোট গড়ে উঠেছে তাদের মুখে রহস্যজনক কুলুপ ।

রাষ্ট্রপতিভোটের আগে মহারাষ্ট্রে সরকার ভাঙার খেলা প্রমাণ করছে, নিজের পদপ্রার্থীকে জিতিয়ে আনতে যে কোনও রাস্তা বেছে নিতে পারে গেরুয়া শিবির । এই খেলায় তারা অভ্যস্ত। একনাথ তাঁর সমর্থকদের নিয়ে মহারাষ্ট্রের শাসক গোষ্ঠিতে ফিরে আসবেন, এরকম সম্ভাবনা অসম্ভব ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!